আমজাদ হোসাইন হৃদয় ;
জাতীয় দলের ভবিষ্যৎ কান্ডারি এবং ভালো ব্যাকআপ ক্রিকেটার তোলার লক্ষ্যে ২০১৯ সালের বিপিএলে দেশি ক্রিকেটারদের প্রাধান্য দিবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সভাপতি- নাজমুল হাসান পাপন।
ফ্র্যাঞ্চাইজি লিগগুলো চার-ছক্কার বিনোদন। অর্থ, আলোচনা, খ্যাতি—সবই আছে এখানে। তার মধ্যেও ‘উর্বর’ কিছু করার চেষ্টা চান ক্রিকেটাররা। এমনিতেই জাতীয় দলের ক্রিকেটারের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাই এসব লিগের মূল আকর্ষণ। কিন্তু সেটাকে পুঁজি করে যখন ঘরোয়া লিগের ক্রিকেটারদের সুযোগ কম হয়ে যায়, তখন ভবিষ্যৎ জাতীয় দলের কাণ্ডারি খুঁজতে বেগ পেতেই হয় নির্বাচকদের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুটা কেবল বিনোদন আর অর্থের ঝনঝনানির উদ্দেশ্যে শুরু হয়নি। স্থানীয় ক্রিকেটারদের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করিয়ে দেওয়ার একটা কৌশলও ছিল। তার ফলটাও বেশ আরাম করে ভোগ করছে ভারত। প্রতি আসরের পর একজন হলেও আসছে জাতীয় দলের ছায়ায়। কিন্তু জনপ্রিয়তা আর প্রশংসার সবটুকু পেলেও, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটার তৈরির জায়গায় অনেকটাই ব্যর্থ। উল্টো, এই টুর্নামেন্টের অবহেলায় হারিয়ে যাচ্ছেন স্থানীয় বিগ হিটার ব্যাটসম্যানরা।
অতীত থেকে শিক্ষা নিয়ে এইবারের আসরে দেশি ক্রিকেটারদের প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। আর তা যদি বাস্তবায়ন হয় দেশের ক্রিকেটের জন্য অবশ্যই ভালো কিছু মনে করছেন ক্রিকেট ভক্তরা।