ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০২৩
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

পেকুয়ার শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালে সম্মিলিত উজানটিয়া একাদশ

প্রতিবেদক
নিউজ এডিটর
১১ মার্চ ২০২১, ১২:৫৯ পূর্বাহ্ণ

Link Copied!

হুমায়ন কবির :

কক্সবাজারের পেকুয়ায় শেখ রাসেল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ চারে পৌঁছেছে সম্মিলিত উজানটিয়া একাদশ।

১০ মার্চ(বুধবার) বিকেল ৩টায় উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার হাজ্বী ফেরদৌস আহমদ মাঠে সেমিফাইনালের দৌড়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ২য় ম্যাচে মুখোমুখি হয় সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশ ও মগনামা লায়ন স্পোর্টিং ক্লাব।
ম্যাচের প্রথমার্ধে কোন দলই কাঙ্খিত গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লায়ন স্পোর্টিং। লায়ন ক্লাবের রাফির গোলে এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে পারেনি তাঁরা।
১-০ গোলে পিছিয়ে থাকা সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশ গোল করতে মরিয়া।
খেলার ৫০ মিনিটের মাথায় উজানটিয়া একাদশের ০৬নং জার্সি পরিহিত খেলোয়াড় কমলের ডি-বক্সের ভিতর থেকে বাকানো শটে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করে ১-১তে সমতা ফিরে আনেন।দর্শকপূর্ণ পুরো গ্যালারি ছিল করতালিমূকর।
গোল করতে মরিয়া দুই দল। কিন্তু খেলার শেষ মুর্হুত এসে নির্ধারিত সময়ের ৫৮ মিনিটের মাথায় উজানটিয়া একাদশের ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় মো.সায়েমের ডি-বক্সের বাহির থেকে ডান পায়ের জাদুকরী বাকানো শটে ২-১ গোলে এগিয়ে যায় সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশ।২-১গোলে এগিয়ে থেকে পুরো ৬০মিনিটের খেলা শেষ করেন সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশ।
খেলার ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশ ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় সায়েম।
উজানটিয়া এবং মগনামার দুইদলের মধ্যকার টানটান উত্তেজনায় এবং জাঁকজমকপূর্ণ ম্যাচ উপভোগ করেন পুরো দর্শক গ্যালারি ।
উক্ত খেলায় প্রধান রেফারি দায়িত্ব পালন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য রহমহ উল্লাহ এবং সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো,এজতাফিজুর রহমান ও তোহিদুল ইসলাম এবং ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মনিরুল ইসলাম।

সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশ টিম ম্যানেজমেন্ট আনোয়ার হোসেন এমজারুল বলেনঃআমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকে ১-০গোলে পিছিয়ে থাকার পরও খেলোয়াড় এবং আমাকে করতালি দিয়ে উৎসাহিত করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা আগামী ম্যাচে আরো ভালো খেলোয়াড় দিয়ে টিম সাজিয়ে আপনাদের ভালো খেলা উপহার দিব।

উক্ত জাঁকজমকপূর্ণ কোয়ার্টার ফাইনালের ২য় খেলা নুরুল আজিমের সভাপতিত্বে অনুষ্টিত হয়,
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগনামার বিশিষ্ট ব্যবসায়ী জনাব, ইখতিয়ার উদ্দিন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক জালাল উদ্দিন,আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ পেকুয়া উপজেলা শাখা,সোহরাব সাগর গ্রন্থ ও পাঠাগার সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস.এম হল ,যুবলীগ সদস্য হোছাইন মোঃ বাদশা,মনছুর, ছাত্রলীগনেতা মোঃ শাহাজান মিয়া,পারভেজ উদ্দিন নিশান,মোঃজাহেদুল ইসলাম,সোহেল রানা,ওয়াহিদুল ইসলাম এবং মোঃ সোহেল প্রমুখ।

161 Views

আরও পড়ুন

চট্টগ্রাম-১৩ আসনে ৬ প্রার্থীর সাথে নৌকার লড়াই

সিরাজগঞ্জে জোড়াখুন মামলার তিন আসামী আটক

সরিষাবাড়ীতে অটোগাড়ী চালক হত্যা মামলার রহস্য উদঘাটন ; গ্রেফতার ১

আইন পেশায় ৫০ বছর পূর্তিতে প্রবীণ মানবাধিকার কর্মী এডভোকেট সুনীল কুমার সরকার সংবর্ধিত –

ইবি শাপলা ফোরামের নির্বাচনে বিজয়ী হলেন যারা

নতুন শিক্ষাক্রম ও আমার ভাবনা

তাল গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২, আহত-১

বেনাপোল বন্দর দিয়ে ৩ ট্রাক আলু আমদানি

ইয়াবা আগ্রাসন: কোন প‌থে যুব সমাজ!?

ডেটাস্কেপের সাথে বিসিআরপির সমঝোতা চুক্তি

শেরপুরে অগ্নিকান্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নাইক্ষ্যংছড়িতে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তিতে বিজিবির র‍্যালি ও উপহার সামগ্রী বিতরণ !!