ঢাকারবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

তানজিম সাকিবের কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন মিরাজ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, ২:১৭ পূর্বাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

নারীদের নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সদ্যই অভিষেক করা পেসার তানজিম হাসান সাকিব। সাকিবের এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন অফস্পিনার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

প্রবল সমালোচনার পর জুনিয়র সাকিবের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশ্লিষ্টদের কাছে নিজের পোস্টের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার। তারপরই সামাজিক মাধ্যমে সাকিবের পক্ষ নিয়ে মিরাজ পোস্ট দিয়েছেন।

মিরাজ লিখেছেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনি ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারীবিদ্বেষের কথা তো এখানে আসেই না।’

শেষ প্যারায় ভারতের বিপক্ষে অভিষেকে দারুণ বোলিং করা সাকিবের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে মিরাজ আরও লিখেছেন, ‘সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইলো তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’

২০২২ সালের ৯ সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন তানজিম সাকিব। ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’

তানজিমের আরেকটি পোস্ট ছিল এমন, ‘ভার্সিটির ফ্রি-মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।’

বিসিবি তানজিম সাকিবকে সতর্ক করেছেন। বিসিবি জানিয়েছে, ভবিষ্যতে শুধু তানজিম সাকিব নয়, সব ক্রিকেটারের দিকে বাড়তি নজর দেবেন তারা।

জুনিয়র সাকিব দাবি করেছেন, তিনি নারীবিদ্বেষী নন। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানকে তিনি এসব কথা বলেছেন।

জালাল ইউনুস জানিয়েছেন, ‘একটা কথা এসেছে নারীদের ব্যাপারে। নারীদের ব্যাপারে যেসব পোস্ট ছিল, “সে বলেছে আমি এটার দায় নিচ্ছি। আমি নারীবিদ্বেষী নই।” এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে।

সে বলেছে, “আমার মা একজন নারী। আমি কোনোদিনও নারীবিদ্বেষী হতে পারি না।” এটা হচ্ছে তার বক্তব্য। আমরা তাকে সতর্ক থাকার জন্য বলেছি। ভবিষ্যতে যদি কোনও পোস্ট দেয়, সেটা বোর্ড থেকে মনিটর করা হবে।’

এবার ক্রিকেটার তানজিমের পাশে দাঁড়ালেন কাবিলা খ্যাত অভিনেতা পলাশ</a>

156 Views

আরও পড়ুন

সান্তাহারে পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত

রাণীনগরে ডাকাতির ঘটনায় ৯জন গ্রেফতার : মালামাল উদ্ধার

নাগরপুরে দর্শক পরিপূর্ণ স্টেডিয়ামে এমপি বাতেন স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ইবিতে আল হাদিস বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলন

শেরপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের আয়োজনে ‘ড্রিম অরেঞ্জ সিজন-৫’ সম্পন্ন

নীতির প্রশ্নে আমাদের প্রধানমন্ত্রী পিতার মতোই আপোষহীন: দীপু মনি

বান্দরবান পৌরসভা বিএনপির ১ নং ওয়ার্ড কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শাহানাজ পারভিনের কবিতা ‘আমি নবীন জবিয়ান’

আ.লীগ নেতার মতবিনিময় সভায় নেতাকর্মিদের মাঝে র‍্যাফেল ড্র ও নগদ অর্থ বিতরণ

ভাসমান ৫০ লাখ মানুষের কথা ভাবার আহবান নতুনধারার