ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

করোনায় সেবা দানকারীদের মুশফিকের সালাম

প্রতিবেদক
নিউজ ভিশন
১৪ এপ্রিল ২০২০, ১১:০১ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ, ক্রীড়া প্রতিবেদক।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস এক মহামারি আকার ধারণ করেছে। ছাড় পায়নি বাংলাদেশও। ইতিমধ্যে বাংলাদেশে আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। লকডাউনের আওতায় আবদ্ধ দেশের একাধিক জেলা। গতকাল স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নির্দিষ্ট সমাজ-সম্প্রদায়ে ছড়িয়ে গেছে করোনার হিংস্র থাবা। দেশের মানুষদের নিরাপদ রাখতে এই মহামারিতেও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন একদল সামরিক বাহিনী এবং কিছু সংখ্যক ডাক্তার। জাতির এই ক্রান্তিলগ্নে এগিয়ে আসা এসব মানুষদের সালাম জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য মুশফিকুর রহিম। আজ (মঙ্গলবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক ভিডিওতে এসব কথা জানান।

করোনা ভাইরাসে সরকারি সাধারণ ছুটির মেয়াদ বেড়েছে। কিন্তু সামরিকবাহিনী নিয়মিত তাদের অবিশ্রাম দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি করোনা নামক রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছেন দেশের বিভিন্ন হাসপাতালের ডাক্তার, নার্সসহ সব কর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের তরে সেবা করে যাচ্ছেন দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা বিভিন্ন অঞ্চলের মানুষ। এই সংকটে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে যাওয়া প্রত্যেক মানুষকে সালাম জানিয়ে মুশফিক বলেন,

‘আপনারা জানেন সারা বিশ্ব করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। আমি সকল আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য বিশেষ করে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র‌্যাব এবং আমাদের চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতাকর্মী, যাঁরা প্রত্যক্ষভাবে এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন যাতে আমরা নিরাপদে থাকতে পারি, তাঁদের অবশ্যই মন থেকে সালাম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’

করোনার মহামারিতে আটকে আছে দেশের প্রতিটি মানুষের কর্মসংস্থান। বন্ধ হয়ে আছে বিভিন্ন মিল, কারখানা, গার্মেন্টসসহ প্রতিটি উপার্জন খাত। লোকসান সামলাতে অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের চাকরিচ্যুত করছেন। শ্রমিক, দিনমজুরদের অধিকাংশ মানুষই অনাহার কিংবা অর্ধাহারে দিনাতিপাত করছেন। কিছুদিন আগে দেশের সব ক্রিকেটাররা দেশের মানুষের জন্য তাদের বেতনের অর্ধেক প্রদান করেছেন। ব্যক্তিগতভাবে হাত বাড়িয়ে দিয়েছেন তামিম, সাকিব, মুশফিকসহ জাতীয়, অনুর্ধ্ব দলের অনেক ক্রিকেটার। দেশের মানুষ যেন অনাহারে না থাকে, তাদের প্রতি নজর দিতেও মুশফিক আকুল আবেদন করে বলেন,

আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি সবাইকে সাহায্য করতে। আজকের এই দিনে সবাইকে আহ্বান করছি, যে যেভাবে পারেন সহযোগিতা করুন। মনে রাখবেন আপনি এবং আপনার পরিবারের শুধু ভালো থাকলে চলবে না। আপনার আশপাশের মানুষ তথা পুরো দেশের মানুষ যেন ভালো থাকতে পারে। সবাই যেন সুস্থ থাকতে পারে। কারও যেন খাবারের অভাবে দিন পার না করতে হয়, সেটা দেখার দায়িত্ব আমার, আপনার, সবার।’

মানুষের ঘরে থাকাই হলো করোনা প্রতিরোধের প্রধান মুক্তির পথ। মানুষকে ঘরে রাখতে বিশ্বব্যাপী তৈরি হচ্ছে বিভিন্ন ধরণের জনসচেতনতা। আইন-শৃঙ্খলা বাহিনীও মানুষকে ঘরে রাখতে যথেষ্ট ভূমিকা পালন করছেন। নিয়ম মেনে ঘরে অবস্থান করলে করোনা প্রতিরোধ সম্ভব বিশ্বাস মুশফিকের।

320 Views

আরও পড়ুন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির