ইয়াছিন আরাফাত::
কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে, কক্সবাজার পৌরসভা কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। নক আউট ম্যাচে
আজ ১৬ জানুয়ারি বিকেল ৩ টায়, মুখোমুখি হয়
মহেশখালী উপজেলা বনাম টেকনাফ উপজেলা।
উত্তেজনাপূর্ণ ম্যাচে মহেশখালী উপজেলা ফুটবল দলকে, ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে টেকনাফ উপজেলা ফুটবল দল। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে খেলার শুরু হয়ে, প্রথম থেকে আক্রমন পাল্টা আক্রমন চালায় দুই দলী।
উত্তেজনাপূর্ণ ম্যাচে ১৭ মিনিটের মাথায় গোল করে, দলকে এগিয়ে নিয়ে যায় টেকনাফ উপজেলার ৭ নাম্বার জার্সিধারী খেলোয়াড় দিদার।মহেশখালী উপজেলার ১০ নাম্বার জার্সাধারী খেলোয়াড়, আব্বাস ২৩ মিনিটে অসাধারণ একটি গোল করে সমতায় ফিরায় মহেশখালী ফুটবল দলকে।
প্রথমার্ধেই খেলা গড়ায় ১-১ গোলে,তারপর বিরতিতে যান দুুই দলী।বিরতি পর খেলতে নেমেই গোল পেতে মাঠে জেগে উঠে মহেশখালী উপজেলা ফুটবল দলের খেলোয়াড়েরা।মহেশখালী উপজেলার ১২ নাম্বার জার্সিধারী খেলোয়াড় আবিদ হাসান ৪৭ মিনিটে তার একক প্রচেষ্টায় গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নিয়ে যায় মহেশখালী উপজেলা ফুটবল দলকে।
৬৭ মিনিটের মাথায় কিন্তুক প্রতিপক্ষের খেলোয়াড়কে, ডিবক্সের ভেতরে বাধাঁ দেয়ায় ফাউলের সুযোগ পায়। টেকনাফ উপজেলা ফুটবল দল, তাতেই টেকনাফের ৯ নাম্বার জার্সিধারী বিদেশি খেলোয়াড় এমেকার।পা থেকে গোল এলে ২-২ গোলে সমতায় ফিরে টেকনাফ উপজেলা ফুটবল দল।গোল খেয়ে দিশেহারা হয়ে যায় মহেশখালী উপজেলার খেলোয়াড়েরা। আর ছন্দ ফিরে পায় টেকনাফ উপজেলা ফুটবল দল। প্রতিপক্ষের খেলোয়াড়দের দুর্বলতাকে কাজে লাগিয়ে টেকনাফ উপজেলার ১০ নাম্বার জার্সিধারী খেলোয়াড়, জাহাঙ্গীর আলম ৭৩ মিনিটের দিকে গোল করে দলের বিজয় নিশ্চিত করেন। অপর দিকে খেলার বিদায়ী বাঁশি বাজানো পর্যন্ত গোলের জন্য মরিয়া
ছিলো মহেশখালী উপজেলা ফুটবল দল। শেষ পযন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন টেকনাফ উপজেলা ফুটবল দল।নক আউট পর্বে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেন মহেশখালী উপজেলা ফুটবল দল। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মহেশখালী উপজেলার ৭ নাম্বার জার্সাধারী খেলোয়াড় মোঃ আরমান।
(১৭ জানুয়ারি) রোজ বরিবার বিকেল ৩টায় মুখোমুখি হবে, সদর উপজেলা বনাম পেকুয়া উপজেলা।