ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

এক ম্যাচেই লিটন এগিয়েছে ৪ ধাপ!

প্রতিবেদক
নিউজ ভিশন
৭ মার্চ ২০২০, ১:২১ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ, ঢাকা।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে লিটনের ব্যাটিং গড় ৪ ধাপ বৃদ্ধি পেয়েছে। ২৮.২২ গড়ে ব্যক্তিগত ৯০৩ রান নিয়ে গতকাল ম্যাচ শুরু করেছিলেন লিটন দাস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাবলীলভাবেই দিনের সূচনা করেন লিটন। শুরুতে তামিম থেকে পিছিয়ে থাকলেও সাবধানী ব্যাটিংয়ে মুহূর্তেই তামিমকে টপকে যান। ইনিংসের ১৬তম ওভারে অর্ধশতক এবং ৩৩তম ওভারে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন লিটন দাস। মাঝে বৃষ্টি এসে খেলাকে সাময়িক পণ্ড করে। দর্শকদের মনে বিরক্তির সৃষ্টি করে। বৃষ্টির পরে মাঠে যেন এক দানব লিটনের আবির্ভাব দেখে ক্রিকেটপ্রেমীগণ। শেষ ২১ বলে লিটনের ব্যাট থেকে আসে মূল্যবান ৬৮ রান। তাতেই রেকর্ড বনে যান লিটন দাস। টপকে ফেলেন ওয়ানডেতে তামিমের ব্যক্তিগত সর্বোচ্চ রানের মাইলফলক। মাঠ ছাড়ার আগে ব্যক্তিগত ঝুলিতে ১৭৬ রানের দানবীয় স্কোর যোগ করেই তবে বিদায় হন। এতেই একদিনের আন্তর্জাতিক ম্যাচে লিটনের ব্যাটিং গড় ৪ ধাপ বৃদ্ধি পায়। ম্যাচ শেষে ৩২.৭০ গড়ে বর্তমানে ব্যক্তিগত ১০৭৯ রানে অবস্থান করছেন লিটন দাস।

২০১৫ সালে লিটনের ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়। মোস্তাফিজের জাদুতে সেবার বাংলাদেশ সিরিজ জিতলেও অভিষেকে আহামরি কিছু করতে পারেননি লিটন দাস। ২০১৫ সালে ৯ ম্যাচ সুযোগ পেয়ে নিজের ব্যর্থতায় দল থেকে বাদ পড়েন। ঘরোয়াতে পারফর্ম করে ২০১৭ তে আবার দলে ডাক পান লিটন দাস। ৩ ম্যাচ সুযোগ পেলেও ব্যর্থতা আবার হানা দেয় লিটনকে। তাতেও ম্যানেজমেন্ট আস্থা হারাননি। সুযোগ পেলেই লিটনকে ডেকেছেন, দলে সুযোগ দিয়েছেন। খেলোয়াড় লিটনের আবির্ভাব হয় ২০১৮ সালের এশিয়া কাপে। ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে ১২১ রানে কাব্যিক ইনিংস লিটনকে ক্রিকেট বিশ্বে নতুন করে পরিচয় করিয়ে দেয়। ২০১৮ সালেই ক্যারিয়ারের প্রথম শতক, অর্ধশতক অর্জন করেন লিটন দাস। ২০১৯ সালে ৯ ম্যাচে ৩২.৮৮ গড়ে করেন ২৬৩ রান। এ বছর জিম্বাবুয়ে দিয়ে লিটনের ওয়ানডেতে সূচনা হয়। তাতে ৩ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৩১১ রান আদায় করে পরিণত লিটনের ইঙ্গিত দেন।

‘ক্রিকেট একটি হতাশার খেলা’ কিছুদিন সংবাদ সম্মেলনে এমনটা বলেছিলেন লিটন দাস। গতকাল লিটনের ১৭৬ রানের দানবীয় ইনিংস দেখে অনেকেই দেশের প্রথম দ্বিশতকের আশা করেছিলেন। কেউ কেউ বলেছেন, পূর্ণ ওভারের খেলা হলে লিটন কাজটা সম্পন্ন করতে পারতেন। দর্শক মনে এমন আক্ষেপ, হতাশার সুর বরাবরই বিরাজ করছিলো। দ্বিশতকের কতটা আশা করেছিলেন লিটন? উত্তরে লিটন বলেছেন, ‘এমন কোন চিন্তাও করেননি তিনি। বরং কাপ্তান মাশরাফির বিদায়ী দিনে ম্যাচ জেতাই ছিলো তার লক্ষ্য।’ কিছুদিন আগে ৬০/৭০ করতে না পারার আক্ষেপ ভোগা লিটন ছিলেন বড্ড আত্মপ্রত্যয়ী। গতকাল দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দেড় শতক পার করেছেন। লিটন এবার দ্বিশতকের স্বপ্ন দেখছেন। সুযোগ পেলে করেও দেখাবেন বলে আশা করছেন। স্বপ্নই মানুষকে বড় করে তোলে। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস হয়তো লিটনের স্বপ্নকে একদিন বাস্তব পরিনত করবে।

আরও পড়ুন

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক

অনির্দিষ্টকালের জন্য এনআইডির সকল সেবা বন্ধ

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা

ভূমিকম্পে ইডেন কলেজের হাসনা বেগম হলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, গভীর রাতে হলের নিচে শিক্ষার্থীদের অবস্থান