ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ

হাল্ট প্রাইজ বাংলাদেশের নতুন নেতৃত্বে চবি’র আমিনুল ইউআইইউ’র আবিদ

প্রতিবেদক
ক্যাম্পাস সাব-ইডিটর
৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ

Link Copied!

নিজেস্ব প্রতিবেদক

তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে বিশ্বব্যাপী কাজ করা হাল্ট প্রাইজ ফাউন্ডেশন বাংলাদেশে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আমিনুল ইসলামকে জাতীয় কো-অর্ডিনেটর এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আবিদ শাহারিয়াকে জাতীয় কমিউনিটি কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞাপ্তির মাধ্যমে সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া রিজিওনাল ম্যানেজার মিস সুপ্রিয়া জাংগ্রে তাদেরকে যথাক্রমে ন্যাশনাল কো-অর্ডিনেটর ও ন্যাশনাল কমিউনিটি কো-অর্ডিনেটর হিসেবে ঘোষণা করেন।

দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে আমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশ হাল্ট প্রাইজ ইকোসিস্টেমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং বর্তমানে এটি বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম কমিউনিটি। আমি চাই এই শক্তিকে কাজে লাগিয়ে দেশের শিক্ষার্থী উদ্যোক্তাদের জন্য আরও শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি করতে, যাতে তারা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর সমাধান দিতে পারে।”

অন্যদিকে জাতীয় কমিউনিটি কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব প্রাপ্ত হওয়া আবিদ শাহারিয়া বলেন, “UIU থেকে আমার হাল্ট প্রাইজ যাত্রা শুরু হয়েছিল। ক্যাম্পাস পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালনের পর এবার জাতীয় কমিউনিটি কো-অর্ডিনেটরের দায়িত্ব নিতে পেরে গর্বিত। আমি চাই বিদ্যমান ৬০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরও নতুন শিক্ষা প্রতিষ্ঠানে হাল্ট প্রাইজের কার্যক্রম পৌঁছে দিতে এবং তরুণদের সামাজিক উদ্যোগে যুক্ত করতে।”

তাদের বিশ্বাস, এই নেতৃত্বের মাধ্যমে হাল্ট প্রাইজ বাংলাদেশ আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে এবং দেশের তরুণরা উদ্যোক্তা হওয়ার পথে নতুন অনুপ্রেরণা পাবে।

হাল্ট প্রাইজ সংশ্লিষ্টরা জানিয়েছেন, আমিনুল ইসলাম ও আবিদ শাহারিয়ার নেতৃত্বে হাল্ট প্রাইজ বাংলাদেশ আরও সুসংগঠিত হবে এবং দেশের তরুণরা উদ্যোক্তা হওয়ার পথে নতুন অনুপ্রেরণা পাবে।

উল্লেখ্য, হাল্ট প্রাইজ ফাউন্ডেশন ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী ছাত্র উদ্যোক্তাদের সামাজিক উদ্যোগের মাধ্যমে পৃথিবীর বড় চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্বুদ্ধ করছে। এ পর্যন্ত ১২০টিরও বেশি দেশে ১০ লাখের বেশি তরুণ এতে যুক্ত হয়েছেন। প্রতি বছর প্রায় এক লক্ষ ছাত্রছাত্রী হাল্ট প্রাইজের মাধ্যমে উদ্ভাবনী সামাজিক স্টার্টআপ তৈরি করে, যার অনেকগুলো ইতোমধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (UN SDGs)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চ প্রভাবশালী ব্যবসায় রূপ নিয়েছে।

প্রতিযোগিতাটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়— ক্যাম্পাস প্রোগ্রাম ও ওপেন অ্যাপ্লিকেশন (নভেম্বর–ফেব্রুয়ারি), জাতীয় প্রতিযোগিতা (মার্চ–মে), ডিজিটাল ইনকিউবেটর (জুন–জুলাই), গ্লোবাল অ্যাক্সিলারেটর (আগস্ট) এবং গ্লোবাল ফাইনালস (সেপ্টেম্বর)।

206 Views

আরও পড়ুন

ছাড়ানো হচ্ছে শিবিরের নামে
নীলফামারীতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের হাতে সেনা সদস্য হেনস্তার শিকার

চাকসু-২৫ এ”আইন ও মানবাধিকার সম্পাদক “পদপ্রার্থী ” মাহি’র ইশতেহার ঘোষনা">

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন" প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি...
চাকসু-২৫ এ”আইন ও মানবাধিকার সম্পাদক “পদপ্রার্থী ” মাহি’র ইশতেহার ঘোষনা

গোরকঘাটা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

বিবিসিতে তারেকের সাক্ষাৎকারঃ ভারতীয় আগ্রাসন ও আওয়ামী খুনিচক্রের বিরুদ্ধে নীরব উচ্চারণে বজ্রনিনাদ

শান্তিগঞ্জে বাউল বশির উদ্দিন সরকার প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত

শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্যসহ আটক ২৪

টেকনাফে র‌্যাবের অভিযানে ১৩ রোহিঙ্গা আটক

মহেশখালীতে পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম আসামি রবিউল গ্রেফতার করেছে র‍্যাব-১৫

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য মনোনীত হলেন সুবিপ্রবি উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন

শান্তিগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে গুরুতর আহত-৫ জন: এক শিশুর হাত দ্বিখন্ডিত

প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন

মাদারীপুরে বাক প্রতিবন্ধী পিতার বড় ছেলে সম্রাটের মৃত্যু