ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে চ্যাম্পিয়ন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ মে ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ

Link Copied!

নিজেস্ব প্রতিনিধি: মির্জা নাদিম

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫-এ ‘স্পেশাল প্রজেক্ট ডিসপ্লে’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া ৪০০-এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তারা শীর্ষস্থান অর্জন করে।

এছাড়া, ‘প্রজেক্ট ডিসপ্লে (সিনিয়র গ্রুপ)’ বিভাগেও তারা তৃতীয় স্থান লাভ করেছে।

এর আগেও বিজ্ঞানচর্চায় ধারাবাহিক সাফল্য দেখিয়ে এসেছে তানযীমুল উম্মাহ সাইন্স ক্লাব (TUASC)। ২০২৩ সালে ডিফেন্স রেসিডেনশিয়াল মডেল কলেজ (DRMC) আয়োজিত ৫ম জাতীয় বিজ্ঞান উৎসবে দেশের ৪৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

আন্তর্জাতিক পরিসরেও সাফল্য পেয়েছে TUASC। সম্প্রতি অনুষ্ঠিত ‘CODEAVOUR 5.0: Innovation Fest for the Next-Gen’-এ বাংলাদেশের নির্বাচিত ১০টি ক্লাবের মধ্যে তারা তৃতীয় স্থান অর্জন করে। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের GEMS Dubai American Academy-তে অংশ নেওয়ার সুযোগও পায় তারা।

দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের আয়োজিত বিজ্ঞান মেলায়ও TUASC উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ঢাকা কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ ও নটর ডেম কলেজ আয়োজিত মেলায় একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে তাদের। পাশাপাশি, বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ আয়োজিত জাতীয় বিজ্ঞান মেলায় ২০০৭ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন এবং ২০২৩ সালে মাদরাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলায় দ্বিতীয় স্থান লাভ করে প্রতিষ্ঠানটি।

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ এম আব্দুল্লাহ আল মামুন বলেন, “শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী মনোভাব, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতাই আমাদের এই অর্জনের ভিত্তি। দেশবাসীর দোয়া চাই, যেন আমরা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে পারি।”

আরও পড়ুন

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।