মো:শহীদুল্লাহ্ সজীব, চট্টগ্রাম:
স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান চিটাগং সায়েন্স এন্ড টেকনোলজি ইন্সটিটিউট এর ১৫-১৬ সেশনের শিক্ষার্থীদের বিদায় ও পুরষ্কার বিতরন অনুষ্টান নগরীর চিটাগাং কনভেনশন হলে অনুষ্টিত হয়। ইন্সটিটিউট এর অধ্যক্ষ জনাব মাহাবুব-উল-আলম এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান জনাব এম জহিরুল আলম দোভাস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের প্রাক্তন অধ্যক্ষ জনাব আবদুল মালেক, প্রাক্তন অধ্যক্ষ জনাব আনোয়ার হোসেন, আই আই ইউ সি এর আইন ও ভূ-সম্পদ বিভাগের পরিচালক জনাব মুহাম্মদ আহসানুল্লাহ, সিএসটিআই এর প্রধান নির্বাহী জনাব মাহাবুব হাছান রুমী, সিএসটিআই এর প্রাক্তন অধ্যক্ষ আইয়ুব আলী, উপাধ্যক্ষ জনাব সিদ্দিকুর রহমান, সিএসটিআই এর পরিচালক জনাব এম এ মননান ও জনাব গাজী ইকফাত মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান বলেন, স্বল্প সময়ে বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা সম্ভব একমাত্র কারিগরি শিক্ষার মাধ্যমে। নানা ধরনের সমীক্ষায় দেখা যায় যে, যে দেশে কারিগরি শিক্ষার হার যত বেশি সে দেশের মাথাপিছু আয় তত বেশি। তিনি উন্নত দেশ গুলোর উন্নয়নের পিছনে যে দক্ষ জনশক্তি ভূমিকার প্রতি আলোকপাত করে সবাইকে দক্ষ জনশক্তি গড়তে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চট্টগ্রামের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর মধ্যে অত্র ইন্সটিটিউটের ৪র্থ পর্বের ছাত্র শাহ্ আলম শান্ত GPA 4.00 এ 4.00 অর্জন করার তার হাতে ক্রেষ্ট তুলে দেন।