মোঃআবু হাসনাত আব্দুল্লাহ, জাবি :
উপাচার্য অপসারণের দাবিতে চলামান আন্দোলনের প্রেক্ষিতে ২৮শে অক্টোবর রোজ সোমবার ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করেন আন্দোলানকারীরা ।
এর প্রেক্ষিতে দুপুরের দিকে শাখা ছাত্রলীগের সভাপতি মোঃজুয়েল রানা সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যহত না করার জন্য আন্দোলনের মুখপাত্রের নিকট লিখিতভাবে অনুরোধ জানান ।
তিনি ছাত্রদের ক্লাস পরীক্ষা বর্জন না করার জন্য আহবান করেন , যাতে সাধারণ শিক্ষার্থীরা সেশনজটে না পরেন ।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের বহত্তর স্বার্থে এরকম কর্মসুচী থেকে বিরত থাকার জন্যেও অনুরোধ করেন ।