চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলাধীন শিকলবাহাস্থ সাউথ চিটাগাং গ্রামার স্কুলে ২০১৯ সালে জেএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গত ২৭ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালক নুর মোহাম্মদ-এর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালক ও সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বিদ্যালয পরিচালনা কমিটির সভাপতি সেলিম উদ্দীন সানী, প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা যুবসেনার সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বশির আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বেস্ট লাইফ ইন্সুরেন্স লিঃ-এর ভাইস প্রেসিডেন্ট (ইনচার্জ) মোঃ হারুনুর রশিদ।
আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন কায়সার, রেজাউল করিম, মঞ্জুর মোর্শেদ জিশান, মাহফুজুর রহমান, আবদুল্লাহ আল মামুন, ফারজানা আকতার, রোকসানা আকতার, রিমা আকতার, শারমিন আকতার প্রমুখ।
বক্তারা জেএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন; পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে তোমরা সাফল্যে শিকড়ে পৌছার একধাপ এগিয়ে যাবে। এখন থেকে তোমাদের লক্ষ্য স্থির করতে হবে, যে লক্ষ্য পূরণে তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। বর্তমান যুগ হল তথ্য নিভর, এই যুদ্ধে অবতীর্ণ হতে হলে সঠিক তথ্য ও একনিষ্ট হয়ে কাজ করতে হবে। পাশাপাশি পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি আনুগত্য প্রকাশ শিক্ষার একটি শ্রেষ্ঠ বাহন তা উল্লেখ করে শিক্ষার্থীদের সচেতন করেন।
আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। তাই বিশ্বাস করি, আগামীতে তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখবে।