ঢাবি প্রতিনিধি :
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ কর্তৃক সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে আজ বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সম্মুখে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার ভিডিও ও ছবি ধারণ করার সময় কিছু সাংবাদিককে মারধর ও ধমক দেন ছাত্রলীগের কর্মীরা। কলম-ক্যামরায় ভয় কেন? সাংবাদিকদের উপর হামলা কেন? ইত্যাদি প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ অংশগ্রহণ করে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থী বৃন্দ।
সাংবাদিকদের উপর হামলা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী সিদ্ধান্ত না নেয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং সাধারণ শিক্ষার্থীরা।