—মো. জাহানুর ইসলাম :
শ্রদ্ধেয় আহমদ উল্লাহ স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন পরিবারের মোটামুটি সবার কাছে খুবই প্রিয় একজন। শুধু দর্শন বিভাগই নয়, অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের কাছেও তিনি সম্মানীয় ও শ্রদ্ধেয়। ছাত্রছাত্রীবান্ধব বলেই হয়ত তিনি এতোটা জনপ্রিয়। আমি ছাত্রজীবনে স্যারকে সরাসরি শিক্ষক হিসেবে পেয়েছিলাম বলেই স্যারকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল আমার। আমি জানি স্যার কতটা আন্তরিক, কতটা ছাত্রছাত্রীবান্ধব এবং বন্ধুভাবাপূর্ণ একজন শিক্ষক। তিনি যেমন আন্তরিকতার সাথে ক্লাসে ছাত্রছাত্রীদের পড়ান, ঠিক তেমনি ক্লাসের বাইরে ছাত্রছাত্রীদের একজন ভালো বন্ধুও বটে। ছাত্রছাত্রীদের ব্যক্তিগত বিপদে-আপদে স্যার যে সদা এগিয়ে আসেন সেটা নাই বা বললাম। আজ শ্রদ্ধেয় আহমদ উল্লাহ স্যারের জন্মদিন। আজকের এই দিনে স্যারকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন স্যার।
শিক্ষার্থী : ৭ম ব্যাচ, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়