তামজিদুর রহমান ,নোবিপ্রবিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের থাকার জন্য খুলে দেয়া হয়েছে আব্দুল মালেক উকিল হল।
আগামী ১ ও ২রা নভেম্বর রোজ শুক্রবার ও শনিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নোবিপ্রবিসহ প্রায় ১৭ টি কেন্দ্রে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করবে প্রায় ৬৮৭৪৩ জন শিক্ষার্থী, প্রতি আসনের জন্য লড়বে ৫১ জন।
এ সময় শিক্ষার্থীদের আবাসনের জন্য প্রশাসন থেকে কি ব্যাবস্থা নেয়া হয়েছে এ বিষয়ে আব্দুল মালেক উকিল হল প্রোভষ্ট ড.ফিরোজ আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি জানান, শিক্ষার্থীদের আবাসনের কথা চিন্তা করে প্রশাসন থেকে খুলে দেয়া হয়েছে আব্দুল মালেক উকিল হল। তিনি আরো বলেন শিক্ষার্থীদের থাকার জন্য সকল ব্যাবস্থা করা হয়েছে আবদুল মালেক উকিল হলে। একই সাথে তিনি শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং তাদের যেকোন সহযোগিতায় প্রশাসন সাথে আছে বলে জানান তিনি।