আব্দুর রহিম,রাবি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাতে এবারই প্রথম কোন নেগেটিভ মার্কস থাকছে না।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষা হবে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা।
তবে পরীক্ষায় কোনো ধরনের নেগেটিভ মার্কস থাকছেনা।
উল্লেখ্য, এ বছরের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ও লিখিত উভয় পদ্ধতিতে তিনটি ইউনিটেই চলতি মাসের(অক্টোবর) ২০,২১,২২ তারিখে অনুষ্ঠিত হবে।
ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখুন। (http://admission.ru.ac.bd)