রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার দুইজন স্থানীয় বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তবে সোমবার মামলার পর তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রবিউল ইসলাম রবি ও সিরাজুল ইসলাম। তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, গত রবিবার রাত ১১টার দিকে বিনোদপুর বাজারের রিয়াদ হোটেলের সামনে চায়ের স্টলে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র-ছাত্রী একসাথে আড্ডা দিচ্ছিলো।
তখন স্থানীয় কয়েকজন বখাটে তাদের উত্যক্ত করে। এর প্রতিবাদ করলে বখাটেরা তাদের ওপর হামলা চালায়, এবং দুই ছাত্রীর ওড়না কেড়ে নিয়ে তাদের শ্লীলতাহানি ঘটায়।
পরে ঘটনায় সোমবার শিহাব আল কুরাইশ নামে শিক্ষার্থী আটজনের নাম উল্লেখ করে মতিহার থানায় মামলা দায়ের করে।
মামলার পরই অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামী বিনোদপুর এলাকার রবিউল ইসলাম রবি ও সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। দুজনের বিরুদ্ধেই মাদকসহ একাধিক মামলা রয়েছে। অন্য আসামীদেরও ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।