আব্দুর রহিম, রাবি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এ ইউনিট (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) এবং বি ইউনিট(বিজনেস স্টাডিজ অনুষদ এবং আইবিএ) এর ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকা প্রকাশ হয়েছে।
গতরাতে (রবিবার,২৪ নভেম্বর ২০১৯ ইং) এ ইউনিটের চীফ কো-অর্ডিনেটর ও আইন অনুষদের ডীন প্রফেসর ড. এম আহসান কবির স্বাক্ষরিত, এবং বি ইউনিটের চীফ কো-অর্ডিনেটর ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড.এ কে শামসুদ্দোহা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৫ নভেম্বর ২০১৯ থেকে ২৮ নভেম্বর ২০১৯ এবং ১ ডিসেম্বর ২০১৯ বিকেল ৪ টার মধ্যে নিজ নিজ অনুষদভুক্ত বিভাগসমূহের নির্বাচিত পরীক্ষার্থীদের কলা অনুষদ অফিসে, আইন অনুষদভুক্ত পরীক্ষার্থীদের আইন অনুষদ অফিসে, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ সমূহের পরীক্ষার্থীদের সামাজিক বিজ্ঞান অনুষদ অফিসে, চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের পরীক্ষার্থীদের চারুকলা অনুষদ অফিসে এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নির্বাচিত পরীক্ষার্থীদের ইনস্টিটিউট অফিসে এবং বিজনেস অনুষদ ভুক্তরা ডিনস্ কমপ্লেক্সের বিজনেস অনুষদের অফিসে নিজে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য যে, ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের মেধা ও বিভাগ পছন্দক্রম অনুসারে স্বয়ংক্রীয়ভাবে (অটোমাইগ্রেশন) বিভাগ পরিবর্তন হবে।
তবে এ ইউনিটের ইংরেজী,, সঙ্গীত এবং নাট্যকলা বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীরা অটোমাইগ্রেশনের আওতায় থাকবে না।
এছাড়া আসন ফাঁকা থাকা সাপেক্ষে নিম্নোক্ত তারিখসমূহে অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে ।
দ্বিতীয় নির্বাচন তালিকা ২ ডিসেম্বর, তৃতীয় নির্বাচন তালিকা ৭ ডিসেম্বর, চতুর্থ নির্বাচন তালিকা ১১ ডিসেম্বর, পঞ্চম নির্বাচন তালিকা ১৮ ডিসেম্বর ২০১৯।
‘ভর্তির জন্য যে সকল বিষয় অবশ্যই জানা জরুরী:
১। অনলাইনে ৪৯১০ টাকা দিয়ে ফরম পূরণ করে তিন কপি প্রিন্ট করতে হবে। অতঃপর অনুষদ অফিসে A-4 সাইজের খামের উপর নিজের নাম, বিভাগ,ভর্তি রোল, মোবাইল নাম্বার লিখে নিম্নোক্ত কাগজপাতি জমা দিতে হবে।
-ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
-এস এস সি/ সমমান পরীক্ষার মূল মার্কশিট ।
-এইচ এস সি/ সমমান পরীক্ষার মূল মার্কশিট।
-এইচ এস সি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড
-subject chose form প্রিন্ট কপি জমা দিতে হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন admission.ru.ac.bd