ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ

রাবি’র একাডেমিক ভবনের দেয়ালগুলো বিজ্ঞাপনী পোস্টারে ছেয়ে গেছে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১২ আগস্ট ২০২৩, ১১:৫৯ অপরাহ্ণ

Link Copied!

আল মাহমুদ বিজয়,(রাবি প্রতিনিধি):

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক ভবনের দেয়ালগুলোতে লাগামহীনভাবে লাগানো হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনী পোস্টার। এতে করে ভবনগুলোর সৌন্দর্যহানি ঘটার পাশাপাশি একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ড. মো. শহীদুল্লাহ একাডেমিক ভবন ও মমতাজউদ্দিন একাডেমিক ভবনের সামনের এবং গেটের দেয়ালগুলো বিভিন্ন কোচিং সেন্টারের বিজ্ঞাপনে ছেয়ে গেছে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি অনুষদ ভবনে এমন লাগামহীনভাবে পোস্টার লাগানোয় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শুধু এই দুটি একাডেমিক ভবনই নয়; বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন ও সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের দেয়ালগুলোতেও লাগানো হয়েছে এসব বিজ্ঞাপনী পোস্টার।

শহীদুল্লাহ একাডেমিক ভবনের একজন গার্ড নাম প্রকাশ না করার শর্তে জানান, “রাতের বেলায় এসে পোস্টার লাগিয়ে চলে যায়। পরিচয় জানতে চাইলে বলে তারা আমাদের ক্যাম্পাসেরই। আমরা অনেক সময়ই মানা করেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয় না।”

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদমান সাকিব চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ভবনের গেটের অভ্যন্তরে ও দেয়ালে যেভাবে নির্বিচারে অবিবেচনাপ্রসূত পোস্টার লাগানো হয়েছে সে বিষয়টা নিতান্ত নিন্দার উদ্রেক করে।এই ধরনের গর্হিত কাজ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সৌন্দর্য বিনষ্ট করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি।”

এদিকে, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান এ প্রসঙ্গে বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের দেয়ালে এমনভানবে পোস্টার লাগানো কোনোভাবেই যৌক্তিক নয়। কার নির্দেশে তারা একেবারে ভবনের অভ্যন্তরে এবং দেয়ালের গেটে পোস্টার লাগাচ্ছে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত বিষয়টি দেখে অনতিবিলম্বে এসব পোস্টার অপসারণের জন্য উদ্যোগ নেওয়া।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, “একাডেমিক ভবনের দেয়ালে এসব পোস্টার লাগানোর কোনো সুযোগ নেই। আমরা খোঁজ নিচ্ছি কারা এগুলো লাগাচ্ছে।”

331 Views

আরও পড়ুন

চাকসুতে প্রার্থী হচ্ছেন সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ

দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৪টি ভারতীয় গরু জব্দ

চাকসুতে অংশগ্রহণ করবে না গণতান্ত্রিক ছাত্র সংসদ

চাকসু হল সংসদে পূর্ণ প্যানেল দিলো ছাত্রীসংস্থা

টেকনাফে২লাখ টাকার মুক্তিপণ দাবি,অপহৃত কিশোর উদ্ধার

র‍্যাব১৫-বিজিবির যৌথ অভিযানে টেকনাফে ৪০,০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি এক মিয়ানমার নাগরিক আটক

পাহাড় বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে মুফিজ, নিরব বন কর্মকর্তা।

টেকনাফে ১ লক্ষ ৭০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কোচিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ (CAB) ফার্মগেট ইউনিটের নতুন কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠিত

শান্তিগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চকরিয়ায় জমি পরিমাপের আবেদন প্রভাবশালীদের বাধায় আটকা, শিক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনা

খাসিয়ামারা নদীর নাব‍্যতা রক্ষায় এবং মানুষের জীবনমানের উন্নয়নে সকলের সহযোগিতা চাই-ইজারাদার ‎