ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

রাবিপ্রবিতে ডিজিটাল নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১২ জুলাই ২০২৩, ১:৫৪ পূর্বাহ্ণ

Link Copied!

|| রাঙামাটি প্রতিনিধি ||

রাবিপ্রবি (রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)’র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের “ডিজিটাল নথি” ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক উন্নয়নে মঙ্গলবার ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

রাবিপ্রবি ভিসি ড. সেলিনা আখতার’র সভাপতিত্বে ,বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সদস্য প্রফেসর ড মো.সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে এ কর্মশালার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়’র দীপংকর তালুকদার একাডেমিক ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাঞ্চন চাকমা, অনলাইনে যুক্ত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সচিব ড. ফেরদৌস জামান ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনআইএমসিটি বিভাগ’র পরিচালক মো. সুলতান মাহমুদ ভুইয়া।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, কম্পিউটাড় সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ধীমান শর্মা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালারব উদ্বোধনী সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল প্লাটফর্মের কোন বিকল্প নেই। সেজন্য কর্মক্ষেত্রে আরো দ্রুত গতিশীলতা আনয়নের লক্ষ্যে ডি-নথি ব্যবহার আবশ্যক। ডি-নথির এ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ে ফাইলের কাজ ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে কাজ করা যাবে। ফলে যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ফাইল অনুমোদন করতে পারবেন। এতে তাদের সময়ের ব্যয় কমবে। কাগজ সাশ্রয়সহ স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গাটিও নিশ্চিত হবে। প্রশাসন ও একাডেমিক ক্ষেত্রে গতিশীলতা বাড়বে। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবিপ্রবি এপিএ ফোকাল পয়েন্ট ও সহকারী রেজিস্টার (এস্টেট) সেতু চাকমা ৷

ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক উন্নয়ন ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়’র ২০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। মঙ্গলবার ( ১১জুলাইব) থেকে আগামী বৃহস্পতিবার (১৩ জুলাই) পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে ।

258 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা