রাবি প্রতিনিধি :
বহ্নিশিখা-গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
“Stress Management in Daily life.” বিষয়ে
১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সের ৩১১ নম্বর রুমে সকাল ১০ টা ২ টা পর্যন্ত সময়সূচিতে গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনার নিয়েছেন বিশিষ্ট মনোবিজ্ঞানী ফারজানা ফাতেমা রুমী। তিনি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের বহুবিধ মানসিক চাপ নিরসনে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিভিন্ন শিক্ষার্থীদের সমস্যার কথা শুনে পরামর্শ প্রদান করেন। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মর্জিনা বেগম এবং অধ্যাপক ড. ফারাহা নওয়াজ। এছাড়াও গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির উপস্থিত ছিলেন।
বহ্নিশিখা, রাবি’র আহবায়ক তুহিনা প্রেজেন্টেশন উপস্থাপন করেন। উক্ত সেমিনারে মাহিন আলমের সভাপতিত্বে, আহসান হাবিব এবং সাদিয়া ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, রাবি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বহ্নিশিখার সদস্য সচিব সামিয়া সুলতানা, প্রান্ত, সাকিব, রিয়া, রেজাউল, জয়ন্ত সহ প্রায় ২০০ শত শিক্ষার্থী।