রাবি প্রতিনিধি :
অপ্রীতিকর অবস্থা ঠেকাতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বহিরাগত শিক্ষার্থীর হাতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টর লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহষ্পতিবার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল স্কুল মাঠে এ লাঞ্ছিতের ঘটনা ঘটে। এ ঘটনায় এক বহিরাগতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিরাগত শিক্ষার্থীর নাম আরিফ মাখদুম। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সে মাস্টার্স ভর্তি আছেন। তার বাসা নওগাঁ জেলার মান্দা থানায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বহিরাগত শিক্ষার্থী মেয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল স্কুল মাঠে অপ্রীতিকর অবস্থায় বসা ছিলেন। ওই সময় ভুক্তভোগী সহকারী প্রক্টর তার পরিচয় জানতে চাইলে তাকে লাঞ্ছিত করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও প্রক্টরিয়াল টিম মিলে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে। পরে তাকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আসাবুল হক বলেন, বহিরাগত এক শিক্ষার্থী আমাদের এক শিক্ষককে লাঞ্ছিত করেছেন। আমরা ওই শিক্ষার্থীকে আটক করে প্রক্টর অফিসে জিজ্ঞেসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করি। আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার পরিদর্শক রুহুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছিত করায় এক বহিরাগতকে আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় থেকে এখনো মামলা করা হয়নি। মামলা হলে আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।