রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে মুখোমুখি অবস্থানে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। মীমাংসিত পোষ্যকোটা ইস্যুকে কেন্দ্র করে কর্মচারীদের কর্মবিরতির কারণে সাধারণ শিক্ষার্থীদের ক্লাসসহ অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ নিয়ে প্রশাসনও গড়িমসি করছে।
শিক্ষার্থীদের পড়াশোনা ও কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির প্রতিবাদে ২৪ আগস্ট (রবিবার) সকাল ১০টায় সৈয়দ আমীর আলী হল গেইটের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। পর্যায়ক্রমে নবাব আব্দুল লতিফ হল, শাহ মখদুম হল এর সাধারণ শিক্ষার্থীরা যৌথভাবে বিক্ষোভ প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে, শাহ মখদুম হল এর ব্যাটমিন্টন কোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সৈয়দ আমীর আলী হল এর সাধারণ শিক্ষার্থী মোঃ আহসান হাবিব বলেন ” পোষ্য কোটাকে কখনোই পুনর্বহাল করতে দেওয়া হবে না। কুচক্রী মহলের যারা পোষ্য কোটা কে রাকসু’র মুখোমুখি করেছেন, তাদের স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমরা রাকসু বাস্তবায়ন করবোই, পোষ্য কোটাও বাস্তবায়িত হবে না।”
উক্ত বিক্ষোভ কর্মসূচিতে অত্র তিন হল এর সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।