আল মাহমুদ বিজয় , (রাবি প্রতিনিধি):
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠাকুরগাঁও জেলা সমিতির ৮৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সংগঠনটির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা দেওয়া হয়।
এর আগে ১২ মে সংগঠনটির আংশিক কমিটি গঠন সরা হয়। এতে রসায়ন বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলামকে সভাপতি, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সালমান ফারসিকে সহ-সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ফজলে রাব্বী মিলনকে সাধারণ সম্পাদক করা হয়। আজ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক মহির উদ্দীন মাহি, রেজওয়ানুল হক ডলার, মুশফিকুর রহমান, জান্নাতুল লুবনা চৌধুরী, সাইদুর রহমান, মিঠু দেবনাথ নিরব, মাতফাহাতুন জিন্নাত ও কৌশিক দাস। সাংগঠনিক সম্পাদক মো. সাইফুদ্দীন, লুৎফর রহমান, এসআর সুজন, সবুজ রানা, মো. নওসাজ্জামান, ফাহিম ফায়সাল, মারুফ ইসলাম মিম।
এছাড়াও অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন- রনি হোসেন, অনিত্য চন্দ্র সেন, চন্দন কুমার রায়, আওলাদ হোসেন সমাপ্ত, আতিকুর রহমান এসার খান, মামুনি আক্তার পিংকি, নুরনবী রহমান, আবু সাদিক, পায়েল হাসান সজল, নিরুপমা রাণী রায়, ফয়সাল আহমেদ, মরিয়ম আক্তার, সিরাজুম মনিরা মৌরী, মুরাদ হোসেন, জুখরুফা আলী কাশফা, মিজানুর রহমান, ঈশা আলী, একরামুল হক, স্বজন রায়, নাজমুল হক, মাহাবুব ইসলাম, মাইনুল ইসলাম, অনিক আলী, রানা ইসলামসহ আরো অনেকে।