এস.এম জাকারিয়া,ঢাবি :
গতকাল মঙ্গলবার ( ০৬-১১-২০১৯) ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের দশম ব্যাচ শিক্ষা সমাপনী(র্যাগ ডে) অনুষ্ঠান আয়োজন করে। এ অনুষ্ঠানের মূল আকর্ষণ রঙ ছড়িয়ে নিজেদের বিদায়কে রঙিন করে রাখা৷
অপরাজয় বাংলার পাদদেশ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে। তা টিএসসি হয়ে শহিদ মিনার দিয়ে কার্জন হলে যায়। তারপর র্যালিটি ফুলার রোড হয়ে টিএসসিতে এসে শেষ হয়। র্যালিতে দুইটি ঘোড়ার গাড়ি ও একটি ট্রাকে সাউন্ড বক্স নিয়ে সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিন করে।
র্যালির শুরুতে সাদা টি-শার্ট পড়ে৷ একে অপরের টি-শার্টে বিভিন্ন কমেন্ট লিখে দেয়। যেমনঃ ‘ মনে রেখো’,’প্রিয় মানুষ’,’ভালো থেকো বন্ধু’,‘বন্ধু আমার’,’বিসিএস ক্যাডার’, ‘মনে থাকবে তোকে’, ‘ভূলনা আমায়’ ইত্যাদি। তারপর রঙ উড়িয়ে নিজের রাঙিয়ে, নেচে গেয়ে সকল বন্ধুরা মিলে আনন্দ – উল্লাস করে দিনটিকে স্মৃতির পাতায় উজ্জ্বল করে রাখে ।