আহমেদ হানিফ, চবি :
পাহাড়ি ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা পাহাড় গুলো ভারী বর্ষণের ফলে আতঙ্কের এক নাম হয়ে দাঁড়ায়, বিগত বছর গুলোর পর্যবেক্ষণে পাহাড় ধসের ফলে যোগাযোগে ব্যাঘাত ও নিহতের খবর শুনতে পাওয়া যায়।
কয়েকদিনের ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড় ধস ও গাছ ভেঙে প্রতিবন্ধকতা তৈরি করেছে।
ক্যাম্পাসের কাটা পাহাড়,বঙ্গবন্ধু উদ্যান,সমাজবিজ্ঞান অনুষদের রাস্তাসহ বেশ কয়েকটি স্থানে পাহাড় ধস ও গাছ ভেঙে পড়েছে।
এমতাবস্থায় যান চলাচলে ব্যাঘাত ঘটেছে,শিক্ষার্থী ও অন্যান্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, যেখানে যেখানে গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে আছে সেগুলো সরানোর ব্যবস্থা ইতিমধ্যে চলছে।সবকিছু স্বাভাবিক করতে আমরা কাজ করছি।
তিনি আরো বলেন, পাহাড় ধসে একজন মাথায় আঘাত পেয়েছে আর হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ যে বিগত ১৫ বছরে প্রাণ হারিয়েছেন ঝুঁকিপূর্ণ পাহাড়দ্বয়ের পাদদেশের অনেকে।
সর্বশেষ ২০০৭ সালে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার সংলগ্ন এলাকায় পাহাড় ধসে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছ ।