ঢাকাবুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪
  1. সর্বশেষ

ভর্তি-ইচ্ছুক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সার্বক্ষনিক সহযোগিতায় রাবির পিডিএফ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ মার্চ ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ

Link Copied!

রাবি প্রতিনিধি;

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হেল্প-ডেস্কের ব্যবস্থা করেছেন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ (পিডিএফ)।

বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের সামনে তাদের হেল্প ডেস্কের বুথ বসেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় রাবিতে পরীক্ষা শুরু হওয়ার পর থেকে তারা ওখানে বসেন। তাদের সেবা চলবে আগামীকাল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত।

হেল্প-ডেস্ক থেকে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ভবনগুলোতে পৌঁছে দেয়া, বিনামূল্যে পানি দেয়া ও বসার ব্যবস্থা করেছেন।

স্বর্নদ্বীপ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক খুলন বিভাগ থেকে আসা স্বপন কুমার মণ্ডল নামে এক অভিভাবক বলেন, আমার মেয়ে একজন প্রতিবন্ধী। পায়ে সমস্যা থাকার কারণে নিচু হয়ে হাটতে হয়। অনেক সময় মাটিতে পরে যায়। আমার মেয়ের মতো যারা প্রতিবন্ধী তাদেরকে দেখলে আমার একটা অন্যরকম অনুভূতি কাজ করে। এদেরকে রাবির পিডিএফ সার্বক্ষনিক সহযোগিতা করতেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পিডিএফের সভাপতি এবং ইনফরমেশন সাইন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মাসুদ বলেন, পিডিএফ একটি সেচ্ছাসেবী সংগঠন। দূর-দূরান্ত থেকে কষ্ট করে অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী রাবিতে ভর্তি পরীক্ষা দিতে আসে। তাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছি। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রত্যেক অ্যাকাডেমিক ভবনে তিনজন করে সেচ্ছাসেবী রেখেছি। তারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতেধরে হলে পৌঁছে দিয়ে আসেন।

পিডিএফের প্রচার সম্পাদক ও সমাজকর্ম বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জান্নাত আরা নওশিন বলেন, আমাদের উদ্দেশ্য হলো প্রতিবন্ধী-বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা। এই উদ্দেশ্য আমরা পুরো বছর জুড়ে বৃত্তি, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, শিক্ষা ও সাস্থ বিষয়ক বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকি। গত শিক্ষাবর্ষেও আমরা এডমিশন হেল্প ডেস্ক, নবীন বরণ, ইউএনডিপি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফেইস ওয়ান এবং টু, প্রতিবন্ধী শিক্ষার্থীদের রাজনৈতিক অংশগ্রহন সুনিশ্চিত সম্পর্কিত প্রোগ্রামসহ, মানসিক সাস্থের উন্নতির বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছি।

151 Views

আরও পড়ুন

ড্রপ এ তামাক বিরোধী ক্যাম্পেইনে তরুণ প্রতিনিধিদের অ্যাডভোকেসি বিষয়ক ২য় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি তরুণ লেখক ফোরামের নেতৃত্বে জুবায়েদ-মীম

ড.রেজাউল কবির লোহাগাড়া বার আউলিয়া কলেজের সভাপতি মনোনীত

ঘুমধুমে কাঠ বোঝাই টলি উল্টে নিহত এক, আহত ২ !! 

শান্তিগঞ্জে আল-ইসলাহ ও তালামিযের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন

কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মৌলভীবাজার এলাকা থেকে গ্রেফতার

শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত

বুটেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো সীরাত আলোচনা এবং ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা

টেকনাফে১০কেজি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

আলো সাংস্কৃতিক সংসদ’র সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান

ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পাশে দাঁড়ালো জাবি পরিসংখ্যান অ্যালামনাই অ্যাসোসিয়েশন

১৭টি বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত- ডা: শফিকুর রহমান