তামজিদুর রহমান, নোবিপ্রবি ঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য থাকা ও খাওয়া দাওয়ার আয়োজন চলছে নোয়াখালী পৌরসভাতে।
আগামী ১ ও ২রা নভেম্বর রোজ শুক্রবার ও শনিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নোবিপ্রবিসহ প্রায় ১৭ টি কেন্দ্রে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করবে প্রায় ৬৮৭৪৩ জন শিক্ষার্থী, প্রতি আসনের জন্য লড়বে ৫১ জন। আসন্ন ভর্তি পরীক্ষা নিয়ে নোয়াখালীবাসীদের মধ্যেও যেন দেখা মিলছে অতিথি পরায়ণের একপ্রকার ব্যস্ততা।
মেয়র জনাব শহিদুল্ল্যাহ খাঁন সোহেল পৌরসভার পক্ষ থেকে ভর্তিচ্ছু পরিক্ষার্থীদের জন্য খাবার ও থাকার ব্যাবস্থা করেছেন।
এরই প্রেক্ষিতে নোয়াখালী পৌরসভায় চলছে শিক্ষার্থীদের জন্য খাবারের প্রস্তুতি।