নোবিপ্রবি প্রতিনিধি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত কুমিল্লার বুড়িচং থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন হিসেবে বুড়িচং (কুমিল্লা) স্টুডেন্টস ফোরাম অব নোবিপ্রবি এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইসিই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আহমেদ উল্লাহ ও এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ অলিউল্লাহ’কে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন নোবিপ্রবি’র এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল আলম।
উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাব্বির আহমেদ, মোঃ খাইরুল ইসলাম সবুজ, শাওন আচার্য্য, মোঃ খোরশেদ আলম, মোঃ খাইরুল আলম নিশাত,গোলাম জিলানী, মোহাম্মদ নাঈম এবং বর্তমান শিক্ষার্থী মোঃ আরিফুল রহমান, এস.এম. শামীম রেজা, আরিফুল ইসলাম, সাবিকুর নাহার প্রমা।
কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমন, আবদুল্লাহ আল জুবায়ের শাকিল, আলাউদ্দিন খলজী, মেহেদী হাসান রাজু, ফরহাদ হোসেন রনি,শরিফুল ইসলাম ভূঁইয়া, নাহিদ হাসান, আরিফুল ইসলাম,মোসাঃ তানজিনা আক্তার ও এমরান আহমেদ সৈকত।
এ ছাড়া কমিটিতে সদস্য সচিব ও সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আছেন। এদের মধ্যে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থী।
একটি অরাজনৈতিক ও ছাত্রবান্ধব সংগঠন হিসেবে নিজ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে কাজ করার লক্ষ্যেই এই সংগঠন করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা মোঃ সাইফুল আলম। তিনি আরও বলেন এই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে নিজ উপজেলার সুনাম বয়ে আনবে।
নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আহমেদ উল্লাহ বলেন, বুড়িচং থেকে নোবিপ্রবিতে আগত সকল শিক্ষার্থীদের সহায়তা করাই হবে এই ছাত্র সংগঠনের প্রধান কাজ। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে বুড়িচং থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার লক্ষ্যেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।