ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

বুটেক্স সাংবাদিক সমিতির নবম বছরে পদার্পন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২১ আগস্ট ২০২৪, ৯:৪৮ পূর্বাহ্ণ

Link Copied!

মো:তাওহিদুল ইসলাম শিশির, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাংবাদিকদের সংগঠন বুটেক্স সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপিত হয়েছে। ২০১৬ সালে যাত্রা শুরু করা এ সংগঠনটি নবম বছরে পদার্পন করেছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টায় শুরু হওয়া অর্ধ-দিনব্যাপী আয়োজনটি বুটেক্সের সেমিনার রুমে সম্পন্ন হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান।

এছাড়া উপস্থিত ছিলেন বুটেক্স সাংবাদিক সমিতির উপদেষ্টা ড. মো: রিয়াজুল ইসলাম, প্রক্টর এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হোসেন, জনসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান এবং দৈনিক যায়যায়দিনের বিজনেস ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার মোঃ নুরুল হক। তাছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাবের প্রতিনিধিবৃন্দ, বুটেক্স সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ, বুটেক্স সাংবাদিক সমিতির এলামনাই এবং স্বাধীনতা দিবস প্রতিযোগিতা ‘মুক্তির বারতা ২.০’ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে সেরা শিক্ষার্থীবৃন্দ।

বুটেক্সসাসের উপদেষ্টা ড. মো: রিয়াজুল ইসলাম সাংবাদিক সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, বুটেক্স ক্যাম্পাসে একমাত্র সাংবাদিক সমিতি কোনো প্রকার বহিরাগত চাপ ছাড়াই কাজ করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বলেন, বুটেক্স সাংবাদিক সমিতির হাত ধরে বুটেক্সে অনেক পরিবর্তন এসেছে। সাংবাদিকরা যাতে দুর্নীতিগ্রস্থ হয়ে কোনো অসত্য নিউজ প্রচার না করে, সবসময় সত্য এবং ন্যায়ের পথে কাজ করে এবং গঠনমূলক সংবাদ প্রকাশ করে এসব ব্যাপারে তিনি আলোকপাত করেন। পাশাপাশি সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের কল্যাণে এবং উন্নতির জন্য কাজ করার উপদেশ দেন তিনি।

আমন্ত্রিত অতিথির বক্তব্যে প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন প্রথমে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই আন্দোলন কেবল কোটা সংস্কার আন্দোলন নয় এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন। তিনি আরও বলেন, এই আন্দোলনের ফল যাতে বৃথা না যায় এবং পরবর্তী সময়ে যেন এমন কোন সমস্যা তৈরি না হয় সেজন্য সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। সাংবাদিকদের সত্য এবং ন্যায়ের পথে কাজ করতে হবে। পাশাপাশি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়েও পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করার জন্য বুটেক্সসাসের ভূয়সী প্রশংসা করেন এবং সবসময় বুটেক্সসাসের পাশে থাকার আশ্বাস দেন।

দৈনিক যায়যায়দিনের বিজনেস ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার মোঃ নুরুল হক বুটেক্স সাংবাদিক সমিতির সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে স্বাধীনতা দিবস মেধা অন্বেষণ প্রতিযোগিতা ‘মুক্তির বারতা ২.০’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের এবং বুটেক্সসাসের মাসিক বেস্ট পারফর্মারদের পুরষ্কার প্রদান করা হয়। পরে কেক কেটে ও আনন্দ র‍্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

উল্লেখ্য, ‘সত্য ও ন্যায়ের পথে অবিচল’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় বুটেক্স সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ শিক্ষার্থীদের সমস্যা, তথ্য প্রদান, গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নানা আয়োজনের প্রচারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।

206 Views

আরও পড়ুন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির