রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সপ্তাহে তিনদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শুক্র ও শনিবারের পাশাপাশি বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে ওই দিন যথারীতি অনলাইনে ক্লাস চলবে। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত শিক্ষা কার্যক্রম চালু রাখার স্বার্থে শুধু বৃহস্পতিবার অনলাইনে ক্লাস চালু থাকবে। তবে কোনো পরীক্ষা থাকলে সেটি অন্য যেকোনো দিন সশরীরে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্য হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ৪১তম জরুরি সভা অনুষ্ঠিত হয়ে। সভায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শুক্রবার ও শনিবারের পাশাপাশি বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে ওই দিন অনলাইনে ক্লাস চালু থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে তিন দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত চালু থাকবে।
রাফিউল ইসলাম রাব্বি / এনভি