ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) এর কার্যকরী পরিষদের (২১-২৩) কমিটি ঘোষণা।

প্রতিবেদক
নিউজ এডিটর
২৬ জুন ২০২১, ১২:২৬ পূর্বাহ্ণ

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) এর এক সাধারণ সভা গত ২৪ জুন ২০২১ অনলাইন জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

এতে দেশের ৩৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষক উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডঃ ফরিদ আহমদ সোবহানী।

সভায় ২০২১-২০২৩ সেশনের জন্য ১৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ নির্বাচিত হয়।

এতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এর প্রফেসর ডঃ ফরিদ আহমদ সোবহানী সভাপতি এবং চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ডঃ মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যগণ হলেনঃ

ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক):
প্রফেসর ডঃ আক্তার হোসেন, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, ইউলেব;

ভাইস প্রেসিডেন্ট (রিচার্স) :
প্রফেসর ডক্টর মোহাম্মদ মামুন হাবিব, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ;

ভাইস প্রেসিডেন্ট (আউটরিচ):
প্রফেসর ডঃ ইসরাত জাহান, সাউদার্ন ইউনিভার্সিটি।

জয়েন্ট সেক্রেটারি:
এসোসিয়েট প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ট্রেজারার :
অ্যাসোসিয়েট প্রফেসর যুলফিকার হাসান,
বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি;

অর্গানাইজিং সেক্রেটারি:
এসোসিয়েট প্রফেসর আসাদুজ্জামান,
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি।

সেক্রেটারি অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট :
এসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ফারহানা ফেরদৌসী,
সাউথইস্ট ইউনিভার্সিটি।

সেক্রেটারি অব মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স :
এসোসিয়েট প্রফেসর মোহাম্মদ এমদাদ হোসেন,
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং,আইআইইউসি।

সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি:

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সালেহ মো: আরমান,
ইউনিভার্সিটি অফ স্কলার্স।

কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি :
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বদরুল হুদা সোহেল,
ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ।

স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি:

প্রফেসর ডঃ কাজী শাহাদাত কবির,
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

মেম্বারবৃন্দ যথাক্রমে :
# এসোসিয়েট প্রফেসর এন্ড এসোসিয়েট ডীন ডঃ মোঃ
রাকিবুল কবির, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি;

# সিনিয়র লেকচারার রিয়াজ হাফিজ,
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি;
# এসিস্ট্যান্ট প্রফেসর ফারহানা ইয়াসমিন লিজা,
শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি;
# এসিস্ট্যান্ট প্রফেসর বিদ্যুৎ কান্তি নাথ,
প্রিমিয়ার ইউনিভার্সিটি।
# লেকচারার মোহাম্মদ আতাউল্লাহ খালেদ,
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিক (বিএপিইউএ) এর আগামী (২০২১-২০২৩) দুই বছরের জন্য এই কার্যকরী পরিষদ গঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নব নির্বাচিত সভাপতি প্রফেসর ডঃ ফরিদ আহমদ সোবহানী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সমাপনি বক্তব্য প্রদান করেন।

922 Views

আরও পড়ুন

বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান

লাশের উপর নৃত্যঃ স্বপ্নের পথে কেনো রক্তের ছাপ?

শেরপুরে নালিতাবাড়ীতে পরিত্যক্ত ঘর ও পাহাড়ের ঢাল থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফে ইজিবাইকে মিললো১০হাজার ইয়াবা,আটক-২

সংসার সামলে হলেন বিসিএস ক্যাডার আরিফা

মণিপুরী মুসলিম শিক্ষার্থী সুমাইয়া এসএসসিতে জিপিএ-৫ ও মেধাবৃত্তিতে শীর্ষে

বিএনপি থেকে ড. ফয়জুল হকের পদত্যাগ

রেজভীর কৃতিত্ব: গোল্ডেন এ প্লাস পেলেন মণিপুরী মুসলিমের মেধাবী শিক্ষার্থী

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার