ববি সংবাদদাতা,
৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে,প্রথম আলো বন্ধুসভা,বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সাহিত্যের আসর অনলাইনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক সঞ্জয় কুমার সরকার, চেয়ারম্যান বাংলা বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়,ও ড. মুমিত আল রশিদ সভাপতি, জাতীয় পরিচালনা পর্ষদ।
আরো উপস্থিত ছিলেন বন্ধুসভার সম্মানিত উপদেষ্টামন্ডলী ড. সুব্রত কুমার দাস, মোঃ আরিফ হোসেন, আবু জাফর স্যার এবং তরুণ লেখক ও শিক্ষার্থী মারুফ আহমেদ লোক প্রশাসন বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।
উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক দেবাশীষ দাস। সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন জান্নাতুল ফেরদৌস ইভা এবং উপস্থিত ছিলো বন্ধুসভার বন্ধুরা।
বন্ধুসভার সভাপতির স্বাগত বক্তৃতা দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানকে ঘিরে বক্তারা বলেন, আলোকিত জাতি গঠনে এবং নতুন প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে গ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য। গ্রন্থাগার হলো জ্ঞানের ভান্ডার। জ্ঞানচর্চা,মূল্যবোধ বিকাশ, সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষকে আলোকিত করে এবং বই ব্যক্তির মনুষ্যত্বকে জাগ্রত করতে অন্যতম ভূমিকা রাখে। তাই বই পড়ার প্রতি সকলকে আহ্বান জানান এবং বই পড়ার উপকারিতা সম্পর্কে বলেন বই মানুষের আত্মা পরিশুদ্ধ করে এবং জ্ঞানের রাজ্যে নিয়ে যেতে পারে।
বই পড়া ও সকলকে বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করতে আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।