ফারহানা সুপ্তি,নোবিপ্রবি:
১৪ অক্টোবর (সোমবার) রাত ৮ টা নাগাদ হঠাৎ করেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল পরিদর্শনে আসেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর’প্রফেসর ড.দিদার-উল-আলম।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন বঙ্গমাতা হলের প্রভোস্ট ‘শাহীন কাদির ভুঁইয়া’ মালেক উকিল হলের প্রভোস্ট ‘ড. ফিরোজ আহমেদ এবং সংশ্লিষ্ট শিক্ষকেরা।
বঙ্গমাতা হলের প্রতিটি ফ্লোরে গিয়ে এসময় তাঁরা ছাত্রীদের কাছে সকল সমস্যার কথা জানতে চান এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এ সময় প্রফেসর দিদার-উল-আলম বলেন, ‘যত দ্রুত সম্ভব ছাত্রীদের যাবতীয় সমস্যা সমাধান করা হবে। হলে ছাত্রীদের খাবারের যে সমস্যা তা দ্রুতই সমাধান করার চেষ্টা চলছে’।
উল্লেখ্য,গত ২৪ সেপ্টেম্বর নোবিপ্রবির বহুল কাঙ্ক্ষিত ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল’ চালু হয়। নান্দনিক অবকাঠামোর পঞ্চভুজাকৃতির এই হলে ৬০০+ ছাত্রীর আবাসন রয়েছে। সর্বোপরি হলটিকে একটি আদর্শ হলের মডেল হিসেবে গড়ে তুলতে সার্বিক ভাবে চেষ্টা করে যাচ্ছেন কর্তৃপক্ষ।