বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একশত শিল্পীর অংশগ্রহণের আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয় “শতকণ্ঠে বঙ্গবন্ধু”।
এর মূল আয়োজনে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ।
শুক্রবার (১ নভেম্বর) বিকাল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আরো উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী গোলাম কুদ্দুস ও শিমুল মোস্তফা, ডাকসুর প্রযুক্তি বিষয়ক সম্পাাদক আরিফ ইবনে আলী ও সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠান খুবই তাৎপর্যপূর্ণ ও অর্থবহ। এ ধরনের সাংস্কৃতিক কর্মকা- অন্যদের বিশেষ করে তরুণ প্রজন্মকে গভীরভাবে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানের শুরুতেই আবৃত্তিকার শিমুল মুস্তাফা তার দরাজ কণ্ঠে কবি প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলার গান গাই’ কবিতাটি আবৃত্তি করেন।
এরপর কবি নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতা পাঠের মাধ্যমে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্মরণ করা হয়। আবৃত্তির সময় দীপা খন্দকারের নির্দেশনায় দলীয় নৃত্য পরিবেশন করা হয়।
বঙ্গবন্ধু স্মরণে এই ব্যতিক্রমী আয়োজন দেখতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।