হাসান তামিম,স্টাফ রিপোর্টার :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা কলেজ। গত মঙ্গলবার (১অক্টোবর) ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ৫ অক্টোবর (শনিবার) থেকে ১৩ অক্টোবর (রোববার) পর্যন্ত কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে। ১৪ তারিখ থেকে সকল বিভাগের ক্লাস শুরু হবে।
তবে সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগ খোলা থাকবে। এছাড়া অনার্স পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে বলে জানানো হয়।