শারমিন উদ্দিন,ইডেন কলেজ :
ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজ প্রাঙ্গনে প্রতি বছর মহা সমারহে উৎযাপিত হয় বিজয় মেলা ও পিঠা উৎসব।
এরই ধারাবাহিকতায় গত ৬ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎযাপিত হয় " কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বিজয় মেলার উদ্বোধন ও জার্নালের মোড়ক উন্মোচন অনুষ্ঠান-২০২৩।
ইডেন কন্যারা হাতে মেহেদী পরে, রং-বেরঙের শাড়ী পরে উৎসবের আমেজে মেতে ওঠে।
সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি।তারপরই শুরু হয় পিঠা পার্বণের ধুম। প্রতিটি বিভাগের জন্য ছিল আলাদা স্টল। প্রতিটি স্টল সাজানো হয়েছিল ভিন্ন ঢংয়ে ও উপাদানে। যেমন হিসাববিজ্ঞান বিভাগের স্টল সাজানোর সরঞ্জাম হিসেবে প্রাধাণ্য পেয়েছে কাগজ ও ফোমের তৈরি নোট,ক্যালকুলেটর,হিসাববিজ্ঞান সমীকরণ A=L+OE।
অন্যদিকে উদ্ভিদ বিজ্ঞান স্টলে সাজানোর সরঞ্জাম হিসেবে ছিল গাছ,লতা পাতার আধিক্য।
এভাবে প্রতিটি বিভাগ তাদের নিজস্ব বৈশিষ্ট্য ও স্বকীয়তা শৈল্পিকভাবে ফুটিয়ে তুলেছে। পিঠার স্টলগুলোতে নান্দনিকভাবে সাজানো ছিল মুগপাখন পিঠা, গোলাপ পিঠা, পাটি সাপটা, ঝিনুক পিঠা, নকশী পিঠা, কুলি পিঠা,আচার,রসমালাই, ফুল পিঠাসহ নানান রং বেরঙের বাহারি স্বাদের পিঠা।
এছাড়াও ছিল মেয়েদের হ্যান্ডিক্রাফ্টের গহনার দোকান ও মাটির ঐতিহ্যবাহী তৈজসপত্র।
বিচারকগণ একে একে প্রতিটি স্টল ঘুরে ঘুরে পিঠা টেস্ট করেন। সবশেষে বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০