আমির ফয়সাল,নোবিপ্রবি
২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় ১৩৫৫ টি আসনের বিপরীতে অনলাইনে মোট আবেদন করেছেন ৬৮ হাজার ৭৪৩ জন ভর্তিচ্ছু। এবার ভর্তিযুদ্ধে আসন প্রতি লড়বে ৫১ জন ভর্তিচ্ছু।
জানা যায়, এ বছর ‘এ’ ইউনিটে ২০ হাজার ৩০৪, ‘বি’ ইউনিটে ১৭ হাজার ৫৩২, ‘সি’ ইউনিটে ৮ হাজার ২৪৮, ‘ডি’ ইউনিটে ১৪ হাজার ২৪২, ‘ই’ ইউনিটে ৪ হাজার ৬৯৯ ও ‘এফ’ ইউনিটে ৩ হাজার ৭১৮ জন শিক্ষার্থী আবেদন করেছে।
উল্লেখ্য যে,নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষা নির্ধারিত সময় আগামী ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (nstu.admission.online)জানা যাবে।