ফাতেমা পলি,নোবিপ্রবি :
১৪ অক্টোবর (সোমবার) রাত ৮টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. দিদার উল আলম, ট্রেজারার মো. ফারুক উদ্দিন, বঙ্গমাতা হলের দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট শাহীন কাদির ভূঁইয়া, আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ফিরোজ আহমেদ স্যার এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
এই সময়ে তিনি হলের বিভিন্ন রুম পরিদর্শন এবং রুমের সমস্যা গুলা চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দেন ।
সবশেষে হলের ক্যান্টিন পরিদর্শনে যান ভিসি । হলে তিনি ছাত্রীদের জন্য তৈরিকৃত খাবারগুলো খেয়ে খাবারের গুনগত মান পরীক্ষা করেন। এইসময় খাবারের মান এবং দাম নিয়ে ছাত্রীরা বলেন,” খাবারের মান আগের থেকে ইমপ্রুভ হয়েছে কিন্তু দাম এখনো কমানো হয়নি”।
ছাত্রীদের দাবীর প্রেক্ষিতে খাবারের দাম কমানোর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. দিদার-উল-আলম মাছ এবং মুরগির দাম কমপক্ষে ১০টাকা করে কমানোর নির্দেশ দিয়েছেন।