জাহিদ হাসান সাহেদ, নোবিপ্রবি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত বৃহত্তর ময়মনসিংহের শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ে চড়ুইভাতি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নীলদিঘীতে এই চড়ুইভাতির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বিভিন্ন বিভাগের বিভিন্ন ব্যাচের বৃহত্তর ময়মনসিংহের শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের কর্মরত বৃহত্তর ময়মনসিংহের সকল শিক্ষকবৃন্দ এবং অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আলোচনাসভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা এবং সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।