ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

নৈরাজ্য সৃষ্টিকারীদের বাকল না তোলে হলে ফিরবে না ইবি ছাত্রলীগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৬ জুলাই ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ

Link Copied!

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের অপতৎপরতা ঠেকাতে এবং কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের হাতে রত, লাঠিসোঁটা দেখা যায়।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩ টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে বিভিন্ন হলের প্রায় শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলটি করেন।

মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরের চামড়া, তুলে নেব আমরা;
শিবির পাবি যেখানে, ধোলাই হবে সেখানে; একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর; শিবিরের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমরা বরাবরই বলে এসেছি ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সাথে ছাত্রলীগ সবসময় সংবেদনশীল। আমরাও যৌক্তিক একটা সংস্কার চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ১৯৭১ এর মতো গত পরশুদিন রাতে তথাকথিত মেধাবীরা নিজেদেরকে রাজাকার রাজাকার বলে ঘোষণা দিয়েছে। সেসময় তাৎক্ষণিক আমরা প্রতিবাদ করেছিলাম এরপর থেকে তাদের মুখে এই শব্দ আর নেই।

তিনি বলেন, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯৭১ সালে পরাজিতদের শক্তি ওই জামায়াতের ধূসর ছাত্রশিবির ও ছাত্রদল ঘোষণা দিয়েছে, আমরা ছাত্রদের পক্ষে আছি। আপনাদের কাজ হলো জল ঘোলা করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করা। এর আগে আপনারা কোথায় ছিলেন? ছাত্রলীগ সংস্কার করতে চেয়েছিল, আপনারা শুধু জলগুলা করেছেন। কিন্তু আপনারা সাধারণ ছাত্রদের মাঝে ঢুকে, ছাত্রদের প্যান্টের মধ্যে ঢুকে ক্যাম্পাসের পবিত্র মাটি অপবিত্র করার চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, ছাত্রলীগ জেগে আছে, ছাত্রলীগ হুশিয়ার করে দিতে চাই, যদি এই পবিত্র ক্যাম্পাসে রাজাকার স্লোগান দিয়ে কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়, আজকে ইবির নেতাকর্মী যারা আন্দোলনে নেমেছে, আপনাদের বিতাড়িত না করে, আপনাদের বাকল না তোলে আমরা হলে পর্যন্ত ফিরে যাবো না।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, যৌক্তিক দাবি নিয়ে যারা আন্দোলন করছে তাদের সাথে আমরা লক্ষ্য করছি পাকিস্তানি দোসর, আলবদর ও ঘৃণিত রাজাকার উপাধি নিয়ে অনেকেই দেশে অরাজকতা, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করেছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে লাশের রাজনীতি করতে চাচ্ছে, তাদের বাংলাদেশ ছাত্রলীগ প্রতিহত করতে প্রস্তুত। আমরা বলতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে জামাত শিবির বা ছাত্রদল যদি কোন চক্রান্ত করার চেষ্টা করে, কোন ধরণের অরাজকতা চালায় তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তাদের প্রতিহত করবে।

160 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জ কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শান্তিগঞ্জে পাউবো কমিটির সভা অনুষ্ঠিত 

রাজশাহীতে অধ্যক্ষ পদের দ্বন্দ্বে মারামারি, থানায় অভিযোগ

ইসলামের ছায়াতলে এসে বদলে গেছেন ১৫ ক্রিকেটার 

রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ কর্তৃক ২০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার।

উখিয়ায় ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

জামায়াত একটি বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে চায়- কক্সবাজারে শ্রমিক কল্যাণের সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে–মিজানুর রহমান চৌধুরী

কৃষ্ণকুমারী গার্লস হাইস্কুলের লুৎফুন্নিছা খানম দেশসেরা অগ্রগামী শিক্ষক মনোনীত

বোয়ালখালীর শাকপুরায় সঞ্জীব-মনিবালা স্মৃতি পরিষদের বার্ষিক প্রান্তিক সন্মাননা কাল 

টঙ্গী পশ্চিম থানার ওসির সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্খার পূর্ণতা দিতে কলেজে মতবিনিময় সভা