ফাহিমা আক্তার,নোবিপ্রবি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নির্মাণাধীন শিক্ষক ও কর্মকর্তা ডরমেটরী ভবনের ৬ তলা থেকে পা পিছলে পড়ে মো. জুয়েল (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা যায়, সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় ওই নির্মাণ শ্রমিকের। নিহত জুয়েলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। মঙ্গলবার সকালে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।