ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

নবীনদের বরণ করলো রাবির দর্শন বিভাগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৩, ৯:১০ অপরাহ্ণ

Link Copied!

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করেছে দর্শন বিভাগ। মঙ্গলবার (১৯ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসিসিতে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

সভায় নবীনদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন দর্শন সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক আলতাফ হোসেন। তিনি বলেন, শুধুমাত্র ইহজাগতিক প্রস্তুতি কিংবা জৈবিক চাহিদা পূরণই মানব জাতির লক্ষ্য হতে পারে না। পরকালের প্রস্তুতি নেওয়াও বুদ্ধিমানের কাজ। যদি পরজীবনে কিছু না থাকে; মৃত্যুর পরে আফসোস করার তো কিছু থাকবে না। তাই প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানব কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, এই ক্যাম্পাসে একজন শিক্ষার্থী যেমন ভাল গবেষক হতে পারেন তেমনি ফেনসিডিল খোরও হতে পারেন। তাই তুমি কী হবে সেই সিদ্ধান্তটা একান্তই তোমাদের নিজের। তবে ভাল কিছু কারার জন্য এই বিশ্ববিদ্যালয় সবকিছুই দিবে, তোমাদের শুধু সঠিক অনুসন্ধানের মাধ্যমে নিতে হবে।

সাবেক অধ্যাপক শাহ্ জাহান খান বলেন, তোমাদের সফলতার যাত্রা শুরু হলো যদি তোমরা এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারো। আমার বিশ্বাস তোমরা দর্শনে পড়ার মাধ্যমে মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার মাধ্যমে জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে সক্ষম হবে।

অধ্যাপক শামীমা আক্তার নবীন শিক্ষার্থীদের নতুন কিছু করার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এতে দেশ-জাতির কল্যাণ হবে বলে মনে করেন তিনি।

অধ্যাপক আক্তার আলী বলেন, নিজের জায়গা ভালবাসতে হয়ে, আপন করে নিতে হয়। তাছাড়া মানুষ এগিয়ে যেতে বা সফল হতে পারে না। আত্মবিশ্বাস অর্জন করতে হবে। হীনমন্যতা মানুষকে ধ্বংস করে। দর্শনের শিক্ষার্থীরা সকল সেক্টরেই আছেন। প্রতি বছর স্কলারশিপ নিয়ে বিদেশে পিএইচডি করছেন। তাই সকলকে আত্মবিশ্বাসী হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সমাপনী বক্তব্যে বিভাগটির সভাপতি অধ্যাপক নিলুফার আহমেদ বলেন, জীবন একটি স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে মানুষ সদা এগিয়ে চলে। নবীন শিক্ষার্থীরাও একটি স্বপ্ন নিয়ে এ ক্যাম্পাসে এসেছেন। তাই সকলকে নিজ নিজ স্বপ্ন পূরণে সামনে এগিয়ে গিয়ে দেশজাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান সভাপতি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভাগের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভুমিকম্প

কক্সবাজারের নতুন ইউএনও মিস তানজিলা তাসনিম

‎শান্তিগঞ্জের আস্তমায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা ‎ ‎

‎শাল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন,আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ ‎

১২ বছর পর মাস্টার্সের ফল প্রকাশ : সিজিপিএ ৪ পেয়ে প্রথম শিবির নেতা

কুবিতে বাংলা বিভাগের আয়োজনে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

সুনামগঞ্জ–৫ আসনে মনোনয়ন বঞ্চনা ঘিরে আলোচনা: নীরব মিজান চৌধুরীকে ঘিরে নতুন সমীকরণ?

গাইবান্ধার বোয়ালী ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় সাংবাদিকের উপর হামলা

‎সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল,দাফন সম্পন্ন ‎ ‎

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার এহতেশামুল হকের যোগদান

বাউলদের ওপর হামলা করা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

আজ আলিফ হত্যার এক বছর : এখনো আলোর মুখ দেখেনি মামলার রায়