ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন বুননের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় নবীনদের মিষ্টিমুখে বরণ করা হয়।
বুধবার (১২ জুলাই) দুপুর ৩ টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির আল্পনা বিষয়ক সম্পাদক সাদিয়া আহমেদ মিম এবং কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ নয়নের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা শাখিয়া সুলতানা, সাধারণ সম্পাদক শফিকুল ভূইয়া আকাশ, সহ-সভাপতি বসু দেব, দপ্তর সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শাওন। এছাড়াও সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বুননের সভাপতি সৈয়দা শাখিয়া সুলতানা বলেন, বুনন শুধু একটি সংগঠন না এটি একটি পরিবার। এটি আমাদের শুধুমাত্র একটা পরিবার দেয় না এখান থেকে যখন আমরা বের হয়ে যাবো তখন আমরা দেখতে পাবো যে আমাদের অজান্তেই অনেক কিছু অর্জন করে ফেলেছি। তাই নিজেদেরকে এমন ভাবে গড়ে তুলো বা নিজেদের মধ্যে ইউনিটিটা এমন ভাবে গড়ে তুলো যেনো এখান থেকে একটা অর্জন নিয়ে বের হতে পারো যেটি শুধু নিজেরই থাকবে।