মোসাঃ তানজিলা, ঢাকা
ঢকার ইডেন মহিলা কলেজের হয়রত রাবেয়া বসরী রহঃ হলের তৃতীয় তলার কিছু আবাসিক শিক্ষার্থীরা মধ্য রাত পর্যন্ত উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে ফ্লোর পার্টি করে। এর নেপথ্যে আছেন ছাত্রফ্রন্ট নেত্রী। যা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে শিক্ষার্থীদের মাঝে।
দেশের এই পরিস্থিতি সাপেক্ষে হল সুপারের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জোর করে এক ঘন্টা সময় চেয়ে নিয়ে এই আয়োজন করেন তারা। কিন্তু সে সময়সীমা না মেনেই তারা উচ্চ শব্দে ডিজে সাউন্ডে গান-বাজনা চালিয়ে যেতে থাকেন।
খবর পেয়ে হল সুপার আসমা সুলতানা এসে সাউন্ড বক্স সংগ্রহ করেন। এসময় ছাত্রফ্রন্টের নেত্রী সুমাইয়া সাইনা শিক্ষকের সাথে উগ্র আচরণ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গেছে।
এ ব্যাপারে আমাদের সংবাদ দাতা হল সুপার আসমা সুলাতানার সাথে যোগাযোগ করলে তিনি জানান, “প্রশাসনের কাছে শিক্ষার্থীরা সন্ধ্যা ৭টার দিকে জোরালো অনুরোধে মাত্র এক ঘণ্টার অনুমতি পেয়েছিল। কিন্তু তারা সেই অনুমতি উপেক্ষা করে রাত গভীর পর্যন্ত গান-বাজনা চলতে থাকে।”
এদিকে হলের এক আবাসিক শিক্ষার্থী আমাদের সংবাদদাতাকে বলেন, “দূর্যোগের কারণে আমরা নামাজ রুমে দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম। কিন্তু তৃতীয় তলার পার্টির উচ্চ শব্দে সেটা করা যায়নি। এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টকর।”
প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে অভিযোগ অনুযায়ী শিক্ষার্থী সুমাইয়া সাইনা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সাথে অসদাচরণ করেন। বিষয়টি পরে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এই ব্যাপারে ছাত্র ফ্রন্টের নেত্রী সুমাইয়া সাইনার সাথে মুঠো ফোনে যোগাযোগ করে পাওয়া যায় নি।
দূর্যোগের সময়েও শিক্ষার্থীদের এ ধরনের আচরণে সাধারণ আবাসিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত পাঁচ দিন ধরেই বিভিন্ন ফ্লোরে পার্টি হচ্ছিলো। এমনকি শনিবার ভূমিকম্প হওয়ার সময়ও উচ্চশব্দে গান বাজছিলো বলে জানা যায়।
এতে আবাসিক শিক্ষার্থীরা আরো বেশি ক্ষিপ্ত হয়। পরবর্তীতে তারা দাবি রাখেন যে, ফ্লোর পার্টির নামে এমন আর না হোক। যদিও লিখিত কোনো আবেদন দেননি তারা।