বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোতাহের ইসলাম মিন্টু।
সহকারী শিক্ষক মো. মনির হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শহীদুল আলম মেম্বার, মো. ইলিয়াছ, মো. সৈয়দুল আলম। এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ফারিয়া সানজিদা খানম, মোজাম্মেল হোসেন প্রমুখ। সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।