ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

তা’মীরুল মিল্লাত টঙ্গী’তে নবীন শিক্ষার্থীদের ভর্তি তথ্য ও সহায়তা দিচ্ছে টাকসু।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ১১:৪৬ অপরাহ্ণ

Link Copied!

মির্জা নাদিম :

দেশ সেরা বিদ্যাপীঠ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’তে আলিম শ্রেণী ২০২৪ -২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হতে আসা নবীন ছাত্রদের ভর্তি তথ্য ও সহায়তা দিচ্ছেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)।

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’তে ২০১৮ সালের পর থেকে আলিম শ্রেণীতে প্রতি বছর ১২০০- ১৫০০ জন ছাত্র অনলাইন আবেদনের মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করে বলে জানা যায়। দেশের দূর দূরান্তে থেকে আসা ছাত্ররা প্রাথমিক ভর্তি নিশ্চায়নের পর কিভাবে চুড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবে তা বুঝে উঠতে পারে না। অনেকেই দেশের প্রত্যান্ত অঞ্চল থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। পরবর্তীতে থাকার সমস্যায় পড়েন।হলের সিট পর্যাপ্ত না থাকায় ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করে কোথায় থাকবে এমন দুশ্চিন্তায় থাকেন।

ভর্তি কার্যক্রম উপলক্ষে তথ্যসেবা কেন্দ্র ও হেল্পডেস্ক স্থাপন করেছে মাদ্রাসার শিক্ষার্থীদের যৌথ প্রতিষ্ঠান তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)। হেল্পডেস্ক স্থাপনের মাধ্যমে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সেবা, সিট প্লানিং সিস্টেম, ভর্তি রেজাল্ট, আবাসন ব্যবস্থাপনাসহ ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে।

ভর্তি কার্যক্রম চলাকালীন সরেজমিন ঘুরে দেখা গেছে, ক্যাম্পাসের অডিটোরিয়াম হল সংলগ্ন তিন রাস্তার মোড়ের সামনে তথ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভর্তি কার্যক্রম চলাকালীন প্রতিদিন সকাল ৮টা থেকে কার্যক্রম শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, তা’মীরুল মিল্লাত ছাত্রসংসদ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা ছাত্রদের যেকোনো সমস্যা সমাধান করার চেষ্টা করে থাকি।ছাত্রদের যেকোনো যুক্তিক দাবিদাবা নিয়ে কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় তা’মীরুল মিল্লাতে আমিল ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আগত নবীনদের ভর্তি সহায়তা এবং আবাসন সহায়তা দিতে আমাদের এই ভর্তি তথ্য ও সহায়তা কেন্দ্র। অতীতের ধারাবাহিকতায় আমরা তা’মীরুল মিল্লাতে’র ছাত্রদের যে কোন প্রয়োজনে কাজ করে যাবো।

বরিশাল থেকে আগত আলিম শ্রেণীতে ভর্তি ইচ্ছুক মুহাম্মদ আলিফ মাহমুদ জানান, তা’মীরুল মিল্লাতে ভর্তি হওয়া আমার কাছে স্বপ্নের মত ছিল। তবে খুব বেশি চিন্তিত ছিলাম বরিশাল থেকে এ-তো দূরে গিয়ে কিভাবে ভর্তি হবো। এসমস্ত বিষয়ে চিন্তিত ছিলাম।তবে তা’মীরুল মিল্লাতে আসার পর ছাত্রসংসদের ভর্তি তথ্য ও সহায়তা কেন্দ্র দেখে ভালো লাগলো। ছাত্রসংসদের ভাইদের ব্যবহারে মুগ্ধ তারা যাবতীয় ভর্তি সহায়তা দিয়েছেন।

এদিকে, মাদ্রাসাটির ছাত্রাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবীন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্যাম্পাসের হলে উঠতে হলে বাছাই পরীক্ষা দিতে হবে। আগামী ২৭ জুলাই সকাল ৯:০০ টায় মাদ্রাসার অডিটোরিয়াম হলে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিটের আবেদনপত্র ও দাখিলের মার্কশীট সাথে আনতে হবে।এরপর আগামী ৩০ জুলাই মাদ্রাসাটিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে ১ আগস্ট সকাল ৭:০০ টা থেকে ক্লাস আরম্ভ হবে। মাদ্রাসা সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভুমিকম্প

কক্সবাজারের নতুন ইউএনও মিস তানজিলা তাসনিম

‎শান্তিগঞ্জের আস্তমায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা ‎ ‎

‎শাল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন,আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ ‎

১২ বছর পর মাস্টার্সের ফল প্রকাশ : সিজিপিএ ৪ পেয়ে প্রথম শিবির নেতা

কুবিতে বাংলা বিভাগের আয়োজনে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

সুনামগঞ্জ–৫ আসনে মনোনয়ন বঞ্চনা ঘিরে আলোচনা: নীরব মিজান চৌধুরীকে ঘিরে নতুন সমীকরণ?

গাইবান্ধার বোয়ালী ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় সাংবাদিকের উপর হামলা

‎সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল,দাফন সম্পন্ন ‎ ‎

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার এহতেশামুল হকের যোগদান

বাউলদের ওপর হামলা করা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

আজ আলিফ হত্যার এক বছর : এখনো আলোর মুখ দেখেনি মামলার রায়