সিয়াম আহমেদ, ঢাবি।
বিতর্কের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফল স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল স্থগিতের নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, একইদিন(২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছিল৷ যাতে ৮৭% শিক্ষার্থীকে অনুত্তীর্ণ ঘোষণা করা হয়েছিল। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার একমাস পর ফল প্রকাশ করা হয়। এদিকে, ফলাফল প্রকাশের পরপরই প্রকাশিত ফলাফলে অসামঞ্জস্য ও ভুল ফল প্রকাশের অভিযোগ ওঠে। এজন্য ফল বাতিল করে পুনরায় খাতা মূল্যায়নের দাবি জানিয়েছে অনেক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এরই প্রেক্ষিতে ফল স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।