আমজাদ হোসাইন হৃদয়,ঢাবি :
ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির আয়োজনে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০১৯-২০’ এ আজ কোয়াটার ফাইনালে মুখোমুখি হবে বাংলা বিভাগ বনাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আজ (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩.৩০ মিনিটে মুখোমুখি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগ যথাক্রমে বাংলা বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ভালো খেলার মাধ্যমে কোয়াটার ফাইনালে জায়গা করে নেয় দল দুইটি। বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও খেলাটি উপভোগ করবেন বিশ্ববিদ্যালয়ের অন্যন্যরা। দর্শকরা ভালো একটি খেলা উপভোগ করার আশায় থাকবেন এবং নিজ নিজ বিভাগের শিক্ষার্থীরা একটি উপভোগ্য খেলার মাধ্যমে তাদের জয় কামনা করবেন।
আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টটি শুরু হয় ২ সেপ্টেম্বর। যার সার্বিক সহযোগিতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)