ঢাবি প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ১৫.৪৯ শতাংশ। মোট ২৯ হাজার ৬৬ জনের মধ্যে ২৮ হাজার ১৬৯ জন পরীক্ষা দিয়েছেন। ৬৮ জনের ফল বাতিল হয়েছে।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ‘গ’ ইউনিটে প্রথম হয়েছেন জাকির হোসাইন। তার রোল নম্বর ৪২৮৫৪০। সর্বমোট প্রাপ্ত নম্বর ১৮০। তার পিতা জাহাঙ্গীর হোসেন এবং মাতা শাহানারা আক্তার।
প্রাপ্ত নম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ-র ভিত্তিতে ৮০ নম্বরের মধ্যে ৮০ পেয়েছেন জাকির। এছাড়া এমসিকিউ অংশে ৭৫ এর মধ্যে ৭০.৫০ এবং লিখিত পরীক্ষায় ৪৫ এর মধ্যে ২৯.৫০ পেয়েছেন তিনি।