আমজাদ হোসাইন হৃদয়,ঢাবি :
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদ ভুক্ত গ-ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর পাসের হার ১৫.৪৯ শতাংশ। ভর্তিচ্ছু মোট ২৯ হাজার ৬৬ জনের মধ্যে ২৮ হাজার ১৬৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ৮০২ জন এমসিকিউতে পাস করেছেন।
এমসিকিউ ও লিখিত মিলে দুই অংশে পাস করেছেন ৪ হাজার ৩৬২ জন। বাতিল হয়েছে ৬৮ জনের ফল ।
‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।
এছাড়া আবেদনকারীরা যে কোনও অপারেটরের মোবাইল ফোন থেকে DU GA টাইপ করে ১৬০২১ নম্বরে send করে ফিরতি sms-এ পেতে পারবেন পরীক্ষার ফল।
এ বছর ‘গ’ ইউনিটে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে আবেদনকারীর ভর্তিচ্ছু পরীক্ষার্থী ছিল ২৯ হাজার ৫৮ জন।